Published : Jun 07, 2025, 02:57 PM ISTUpdated : Jun 07, 2025, 02:58 PM IST
Aadhaar card:ভারতের নাগরিক কার্ড হল আধার কার্ড। সবক্ষেত্রেই জরুরি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র প্রদত্ত তথ্য অনুযায়ী আগামী ১৪ জুন পর্যন্ত এই সুবিধে কার্যকর থাকবে।
আধারকার্ডের ভুল কিন্তু খুব সহজেই সংশোধন করা যায়। আধারকার্ড আপডেটেশনের মাধ্যমেই আধারকার্ডের ভুলত্রুটি সংশোধন করা যায়। কিন্তু তারজন্য দিতে হয় চার্জ।
510
এখন বিনামূল্য কাজ করা যায়
তবে বর্তমানে বিনামূল্যে আধারকার্ড আপডেট করা যাচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র প্রদত্ত তথ্য অনুযায়ী আগামী ১৪ জুন পর্যন্ত এই সুবিধে কার্যকর থাকবে।
610
হাতে সময় মাত্র ৭ দিন
অর্থাৎ হাতে আর মাত্র সাত দিন সময় রয়েছে। তারই মধ্যেই বিনামূল্যে আপডেট করাতে পারেন আধারকার্ড। ১৪ জুন অর্থাৎ আগামী সপ্তাহেই শেষ হয়ে যাবে সময়সীমা।
710
টাকা লাগবে
সাত দিন পরেই আধারকার্ড আপডেট করাতে গেলে গুণতে হবে গ্যাঁটের কড়ি। ৫০ টাকা দিয়ে আপডেট করাতে হবে।
810
কোন কোন আধারকার্ড বিনামূল্যে আপডেট
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১০ বছরের পুরনো আধারকার্ডগুলি বর্তমানে বিনামূল্যে আপ়ডেট করার সুযোগ দিয়েছে। যদিও সময়সীমা একাধিকবার বৃদ্ধি করা হয়েছে।
910
শেষবার বৃদ্ধি
১৪ ডিসেম্বর ২০২৪ থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল।
1010
জরুরি বিষয়
মাইআধার পোর্টালের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিষেবাই পাওয়া যায়। যদি কোনও ব্যক্তি, আধার কার্ডের আইরিস বা বায়োমেট্রিক ডেটা আপডেট করাতে চান, সেক্ষেত্রে তাঁকে আধার কেন্দ্রে যেতে হবে।