DA Hike News: কেন্দ্রীয় কর্মীদের ডিএ চূড়ান্ত! এক ধাক্কায় বেতন বাড়ছে ২৪ হাজার টাকা, কত শতাংশ মিলবে DA?

Published : Jun 07, 2025, 11:21 AM IST

DA Hike News: কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা। খবর অনুযায়ী, এক ধাক্কায় ৪ শতাংশ ডিএ বাড়তে পারে, যা বার্ষিক ২৪ হাজার টাকা অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি করবে। মূদ্রাস্ফীতির কারণে এই বৃদ্ধির সম্ভাবনা থাকলেও, এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

PREV
110

কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি কিংবা ডিএ বৃদ্ধি খবর শোনা যায় প্রায়শই। কেন্দ্রীয় কর্মীদের কত শতাংশ ডিএ বাড়ল বা কত বেতন বাড়ল তা নিয়ে প্রায়শই শোনা যায় জল্পনা।

210

এবার ডিএ নিয়ে প্রকাশ্যে এল বিরাট খবর। শোনা যাচ্ছে এবার এক ধাক্কায় অনেকটা বাড়বে ডিএ।

410

বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ করে ডিএ পাচ্ছেন কর্মীরা। এবার বাড়বে ডিএ-র পরিমাণ।

510

শেষ জানুয়ারিতে বেড়েছিল ডিএ। সেই বার বেশি পরিমাণ ডিএ বৃদ্ধি না হওয়ায় অসন্তোষ দেখা গিয়েছিল কর্মীদের মধ্যে।

610

এবার শোনা যাচ্ছে, এক ধাক্কায় ৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে কর্মীদের। শীঘ্রই হবে তার ঘোষণা।

710

৪ শতাংশ হলে বার্ষিক অতিরিক্ত ২৪ হাজার টাকা পাবেন কর্মীরা। যাদের মূল বেতন ১৮ হাজার তারাই পাবেন ২৪ হাজার। তেমনই বেতন যত বাড়বে এই টাকার পরিমাণও বাড়বে।

810

৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে উপকৃত হবেন সরকারী কর্মী-সহ পেনশনভোগীরা। সকলেরই বাড়বে আয়।

910

জানা যাচ্ছে, মূদ্রাস্ফীতির কারণে এবার অধিক পরিমাণে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে কারণে বাড়ানো হবে ৪ শতাংশ।

1010

তবে, আপাতত ডিএ বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে এবার এক ধাক্কায় ৪ শতাংশ ডিএ বাড়তে পারে কর্মীদের।

Read more Photos on
click me!

Recommended Stories