Aadhaar card: আধার কার্ডে নতুন নিয়ম! এবার সকলকে দাঁড়াতে হবে ক্যামেরার সামনে

Published : Feb 20, 2025, 05:43 PM IST

আধার কার্ড ভারতীয়দের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে একটি। জন্ম থেকে মৃত্যু - সবেতেই লাগে আধার কার্ড। 

PREV
110
আধার কার্ড

আধার কার্ড ভারতীয়দের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে একটি। জন্ম থেকে মৃত্যু - সবেতেই লাগে আধার কার্ড।

210
আধার কার্ডে জালিয়াতি

সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা হয় আধার কার্ড। এই কার্ড নিয়ে বর্তমানে জালিয়াতি হচ্ছে বলেও অভিযোগ। তাই জালিয়াতি রুখতে বদল করা হতে পারে আধার কার্ডের নিয়ম।

310
আধার কার্ড জরুরি

বাচ্চাদের জন্য ব্লু আধার কার্ড ও বাকি সকল মানুষদের জন্য এই কার্ড বানানো খুবই দরকার।

410
আধার কার্ডের সংখ্যা

একটি সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে ১৩০ কোটি মানুষের আধার কার্ড রয়েছে।

510
আধার কার্ড আপডেট

কেন্দ্রীয় সরকরা সূত্রের খবর আপডেট করা হতে পারে আধার কার্ড। আধার কার্ডের ব্যবহার আরও সহজ করা হতে পারে।

610
একটি কাজ করতে হবে

এবার থেকে আর লম্বা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে আঙুলের চাপ ও ওটিপি দিতে হবে না গ্রাহকদের। এবারে ক্যামেরার সামনে দাঁড়ালেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

710
আঙুলের পরিবর্তে মুখের স্ক্যান

আঙুলের ছাপের পরিবর্তে এবার সরাসরি গ্রাহকদের মুখ স্ক্যান করার মাধ্যমে সকল ধরণের কাজ করা সম্ভব হবে এবং এই নিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে।

810
নিয়ম পরিবর্তনের কারণ

ব্যাংক, ই কমার্স ও ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই সময় বাঁচবে এবং গ্রাহকদের সুবিধা হবে। মুলত সময়ের সঙ্গে মানুষদের আঙুলের চাপ পাল্টে যায় তাই অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মুখের মিল হিসাবে এই কাজ সম্পন্ন করা হবে বলে মনে করা হচ্ছে।

910
জালিয়াতদের সমস্যা

যারা এই জালিয়াতি করার জন্য একাধিক আধার কার্ড বানিয়ে রেখেছেন, এই প্রযুক্তি শুরু হলে সেই সকল ভুয়ো আধারের হদিশ মিলবে এবং সকল অপরাধীদের চিহ্নিতকরণ সম্ভব হবে।

1010
সরকারি উদ্যোগ

সকলের নিরাপত্তা সুরক্ষিত করার জন্যই এই চিন্তা ভাবনা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। আর গ্রাহকদেরও অনেকটাই সময় বাঁচবে। কিন্তু কবে থেকে এই কাজ হবে সেই নিয়ে এখনও কোন ধরনের স্পষ্ট ধারণা পাওয়া যায়নি সরকারের তরফে।

click me!

Recommended Stories