আধার, প্যান বা ভোটার কার্ড - কোনটাই ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়ঃ বোম্বে হাইকোর্ট

Published : Aug 12, 2025, 08:47 PM IST
Bombay High Court (ANI File Photo)

সংক্ষিপ্ত

অভিযুক্ত কোর্টে দাবি করেছেন, ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যে নথি ও কার্ডের প্রয়োজন রয়েছে সেগুলি সবই তার কাছে রয়েছে। তিনি জানিয়েছেন, আধার, প্যান বা ভোটার কার্ড সবই রয়েছে তার কাছে 

আধার, প্যান বা ভোটার কার্ড - এগুলি থাকলেই কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক বলে নিজেকে দাবি করতে পারে না। বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিনের অনুরোধ খারিজ করে জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট। যে ব্যক্তির জামিনের অনুরোধ বোম্বে হাইকোর্ট খারিজ করে দিয়েছে সেই ব্যক্তি বাংলাদেশি বলে অভিযোগ উঠেছে। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ভুয়ো নথি তৈরি করে ১০ বছর ধরে তিনি এই দেশেই বসবাস করছেন।

মঙ্গলবার এই মামলার শুনানি হয়েছিল বোম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে। অভিযুক্ত বাবু আব্দুল রউফ সর্দার। তার বিরুদ্ধে অভিযোগ বৈধ পাসপোর্ট ছাড়াই তিনি এই দেশে এসেছিলেন বাংলাদেশ থেকে। তারপর এই দেশে এসে জাল নথি ও পরিচয়পত্র তৈরি করেছিলেন। দিব্য ১০ বছর এদেশের বাসিন্দা হিসেবেই বাস করছিলেন তিনি।

অভিযুক্ত কোর্টে দাবি করেছেন, ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যে নথি ও কার্ডের প্রয়োজন রয়েছে সেগুলি সবই তার কাছে রয়েছে। তিনি জানিয়েছেন, আধার, প্যান বা ভোটার কার্ড সবই রয়েছে তার কাছে। তারপরেও কেন তাকে বাংলাদেশী বলা হচ্ছে? এই প্রশ্ন করেন তিনি। যদিও এই যুক্তি গ্রাহ্য করেনি কোর্ট। বিচারক জামিনের অনুরোধ খারিজ করে দেন।

বিচাপরতি বোরকার ওই ব্যক্তির জামিন খারিজ করে দিয়ে জানান, শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো নথি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক হিসাবে দাবি করতে পারেন না। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে, কে নাগরিক হতে পারেন, কী ভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। আধার, প্যান এবং ভোটার কার্ডের মতো নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল