আধার কার্ডে নাম-ঠিকানা বদল করা যাচ্ছে বিনামূল্যে, কতদিন পাওয়া যাবে এই সুবিধা?

ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি হল আধার। নাগরিকত্বের প্রমাণ না হলেও, ব্যাঙ্ক-সহ বিভিন্ন জায়গায় ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার জমা দিতে হয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও প্রয়োজন হয় আধার।

Soumya Gangully | Published : Dec 21, 2024 6:44 PM
16
ঠিকানা বদল করলে, তথ্যে কোনও ভুল থাকলে আধার সংশোধন করতে হয়, বিনামূল্যেই পাওয়া যায় পরিষেবা

ঠিকানা বদল করলে, জন্মতারিখ বা নাম ভুল থাকলে, মোবাইল ফোন নাম্বার ও ই-মেইল আইডি লিঙ্ক করতে চাইলে আধার সংশোধন করতে হয়। ব্যাঙ্ক, পোস্ট অফিসের মতো সরকারি দফতরগুলিতে আধারের তথ্য সংশোধন করা হয়।

26
আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বাড়িতে বসেই আধারের তথ্য সংশোধন করা যায়

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, আধারের তথ্য সংশোধন করতে চাইলে ভারতীয় নাগরিকরা বাড়িতে বসেই সেই কাজ করার সুযোগ পাচ্ছেন।

36
আর মাত্র ৬ মাস বিনামূল্যে আধারের তথ্য সংশোধন করার সুযোগ পাওয়া যাবে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধারের তথ্য সংশোধন করা যাবে। তারপর টাকা দিতে হবে।

46
আধার সেল্ফ-সার্ভিস পোর্টালে গিয়ে বিনামূল্যে তথ্য সংশোধন করার সুযোগ পাওয়া যাচ্ছে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ গিয়ে আধার সেল্ফ-সার্ভিস পোর্টাল থেকে তথ্য সংশোধন করা যাবে।

56
সেল্ফ সার্ভিস আপডেট পোর্টালের মাধ্যমে আধার কার্ডে ঠিকানা বদল করা যাচ্ছে

আধার কার্ডে ঠিকানা বদল করতে হলে myaadhaar.uidai.gov.in-এ গিয়ে ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এ ক্লিক করতে হবে। তারপর আধার নাম্বার দিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি-র মাধ্যমে লগ ইন করে যেতে হবে ‘প্রসেস টু আপডেট অ্যাড্রেস’-এ। সেখানেই ঠিকানা সংশোধন করা যাবে।

66
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমেই আধারের অন্যান্য তথ্য সংশোধন করা যাবে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এর মাধ্যমে ঠিকানা ছাড়াও নাম, জন্মতারিখের মতো তথ্য সংশোধন করা যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos