সমুদ্রের তলায় রহস্যে মোড়া প্রাকৃতিক সম্পদ! বছর শেষে অবাক করা আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

বছর শেষে দুর্দান্ত আবিষ্কার ভারতের। সমুদ্রের তলায় যকের খনের সন্ধান পেলেন ভারতীয় বিজ্ঞানীরা। সন্ধান পেয়েছেন বিশাল হাইড্রোথার্মাল সালফায়েড ক্ষেত্র।

 

Saborni Mitra | Published : Dec 21, 2024 5:30 AM IST
110
ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য

ভারতীয় বিজ্ঞানীরা এবার দুর্দান্ত সাফল্যের মুখ দেখলেন। সমুদ্রর তলায় তাঁরা সন্ধান পেলেন হাইড্রোথার্মাল সালফাডের ক্ষেত্র।

210
রহস্যময় স্তর

সমুদ্রের গভীর রহস্যের মোড়া স্তরের সন্ধান তাঁরা পেয়েছেন। প্রথমে যদিও তাঁরা বুঝতে পারেনি কী রয়েছে। কিন্তু বিস্তর পরীক্ষার পরে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে ভারত মহাসাগরে ভারতের সীমানার মধ্যেই রয়েছে বিশাল হাইড্রোথার্মাল সালফায়েড স্তর।

310
হাইড্রোথার্মাল কী

হাইড্রোথার্মাল বলতে গরম জলের সঞ্চালনের ফলে ফাটল এবং গহ্বরে খনিজ পদার্থের সঞ্চয়কে বোঝায় । বিজ্ঞানীদের কথায় এর মধ্যে যেমন খনিজ পদার্থ থাকে তেমনই থাকে পোখরাজ বা পান্নার মত মূল্যবান রত্ন।

410
হাইড্রোথার্মাল ক্ষেত্র কীভাবে তৈরি হয়?

পৃথিবীতে এমন জায়গা যেখানে দুটি টেকটোনিক প্লেট দূরে সরে যায় বা একে অপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে ভিতরের লাভা এবং সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে তৈরি হয় হাইড্রোথার্মাল সালফাইড ক্ষেত্র।

510
কোথায় রয়েছে?

দক্ষিণ ভারত মহাসাগরের মধ্য ও দক্ষিণ পশ্চিম ভারতীয় রিজের ৪৫০০ মিটার গভীরে এই ক্ষেত্রটির অবস্থান।

610
কৃতিত্ব কার?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজির তৈরি ওসান মিনারেল এক্সপ্লোরার (ওএমই ৬০০০) নামে পরিচিত অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) ব্যবহার করে, ডঃ এন আর রমেশের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল হাইড্রোথার্মাল ভেন্টের ছবি সংগ্রহ করেছে।

710
উদ্যোক্তা

অভিযানটি ভারতের বৃহত্তর গভীর মহাসাগর মিশনের অংশ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজি (এনআইওটি) এবং ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসান রিসার্চ (এনসিপিওআর)-এর একদল বিজ্ঞানী গভীর-সমুদ্রে অনুসন্ধান করে এই সম্ভার পেয়েছেন।

810
বিজ্ঞানীদের দাবি

প্রাথমিক অনুসন্ধানের পর বিজ্ঞানীদের দাবি এই হাইড্রোথার্মাল ক্ষেত্রে বিভিন্ন ধরনের খণিজ পাওয়া যেতে পারে। এটি আগে কখনও দেখা যায়নি বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন।

910
ভারতের সমস্যা

তবে হাইড্রোথার্মাল সালফায়েড ক্ষেত্রে খনন করে ধাতু বা খণিজের সন্ধান করার মত পরিকাঠামো ভারতের নেই। সাহায্য নিতে হতে পারে অন্য দেশের। পোল্যান্ড, রাশিয়া, ব্রিটেনের এজাতীয় প্রযুক্তি রয়েছে।

1010
সমুদ্র অভিযান

২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে সমুদ্র অভিযান চালাবে ভারতে। সমুদ্রের ৬ কিলোমিটার নীচে নেমে গবেষণা করবে ভারত।

Share this Photo Gallery
click me!

Latest Videos