পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াত সহ মেট্রোয় অর্ধেক ভাড়া দেওয়ার সুযোগ মিলবে! ভোটের আগেই বড় প্রতিশ্রুতি

Published : Jan 27, 2025, 07:24 PM IST
metro rail network

সংক্ষিপ্ত

দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আম আদমি পার্টি ছাত্রদের বিনামূল্যে বাস পরিষেবা এবং মেট্রো ভাড়ায় ৫০% ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে। এই ঘোষণা 'কেজরীওয়াল কি গ্যারান্টি' শীর্ষক দ্বিতীয় ইস্তাহারে করা হয়েছে, যার লক্ষ্য তরুণ ভোটারদের আকৃষ্ট করা।

ভোটের আগে নানা প্রতিশ্রুতির চমক থাকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আর দিল্লির ভোট মানেই থাকে বাড়তি চমক। ২০১৯ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া চালু করেছিলেন মহিলাদের জন্য। এবার দিল্লির বিধানসভা ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি। জিতলে পড়ুয়াদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করা হবে।পাশাপাশি ৫০ শতাংশ ভাড়়ায় মেট্রোতে যাতায়াতের সুযোগও মিলবে।অরবিন্দ কেজরীওয়ালের দল ‘আপ’ সোমবার দ্বিতীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। তাতেই দেওয়া হয়েছে এই প্রতিশ্রুতি । বর্তমানে দিল্লিতে মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া হয়। তার জন্য মহিলাদের গোলাপি রঙের একটি বিশেষ টিকিট দেওয়া হয়। ওই টিকিট দেখিয়ে বিনা খরচে সরকারি বাসে নিশ্চিন্ত যাতায়াত করতে পারেন মহিলারা। এবার বিধানসভা ভোটে ইয়ং জেনারেশনকে কাছে পেতে চাইছে কেজরীওয়ালের দল। ভোটকুশলীদের মতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সমর্থন পেতেই কেজরীর দলের এই প্রতিশ্রুতি। ‘কেজরীওয়াল কি গ্যারান্টি’ নামে প্রকাশিত ওই ইস্তাহারে মোট ১৫ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে দিল্লিতে । ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি । প্রতিটি আসনে আপ, বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার ভাগ্য শিকেয় ছিঁড়বে তা সময়ই বলবে। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল দু’দল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতিমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছে। হাতে আর মাত্র কয়েক দিন,ফলে দিল্লিতে বিধানসভা নির্বাচন ঘিরে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপের পারদ।মূলতঃ এবারের নির্বাচন ত্রিমুখী লড়াই হতে চলেছে । দিল্লিতে আপের প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই বিজেপি। তবে কংগ্রেসকে নিয়েও চিন্তা করতে ছাড়ছে না কেজরীওয়ালের দল আপ আদমী পার্টি।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের