পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াত সহ মেট্রোয় অর্ধেক ভাড়া দেওয়ার সুযোগ মিলবে! ভোটের আগেই বড় প্রতিশ্রুতি

দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আম আদমি পার্টি ছাত্রদের বিনামূল্যে বাস পরিষেবা এবং মেট্রো ভাড়ায় ৫০% ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে। এই ঘোষণা 'কেজরীওয়াল কি গ্যারান্টি' শীর্ষক দ্বিতীয় ইস্তাহারে করা হয়েছে, যার লক্ষ্য তরুণ ভোটারদের আকৃষ্ট করা।

ভোটের আগে নানা প্রতিশ্রুতির চমক থাকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আর দিল্লির ভোট মানেই থাকে বাড়তি চমক। ২০১৯ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া চালু করেছিলেন মহিলাদের জন্য। এবার দিল্লির বিধানসভা ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি। জিতলে পড়ুয়াদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করা হবে।পাশাপাশি ৫০ শতাংশ ভাড়়ায় মেট্রোতে যাতায়াতের সুযোগও মিলবে।অরবিন্দ কেজরীওয়ালের দল ‘আপ’ সোমবার দ্বিতীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। তাতেই দেওয়া হয়েছে এই প্রতিশ্রুতি । বর্তমানে দিল্লিতে মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া হয়। তার জন্য মহিলাদের গোলাপি রঙের একটি বিশেষ টিকিট দেওয়া হয়। ওই টিকিট দেখিয়ে বিনা খরচে সরকারি বাসে নিশ্চিন্ত যাতায়াত করতে পারেন মহিলারা। এবার বিধানসভা ভোটে ইয়ং জেনারেশনকে কাছে পেতে চাইছে কেজরীওয়ালের দল। ভোটকুশলীদের মতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সমর্থন পেতেই কেজরীর দলের এই প্রতিশ্রুতি। ‘কেজরীওয়াল কি গ্যারান্টি’ নামে প্রকাশিত ওই ইস্তাহারে মোট ১৫ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে দিল্লিতে । ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি । প্রতিটি আসনে আপ, বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার ভাগ্য শিকেয় ছিঁড়বে তা সময়ই বলবে। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল দু’দল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতিমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছে। হাতে আর মাত্র কয়েক দিন,ফলে দিল্লিতে বিধানসভা নির্বাচন ঘিরে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপের পারদ।মূলতঃ এবারের নির্বাচন ত্রিমুখী লড়াই হতে চলেছে । দিল্লিতে আপের প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই বিজেপি। তবে কংগ্রেসকে নিয়েও চিন্তা করতে ছাড়ছে না কেজরীওয়ালের দল আপ আদমী পার্টি।

Share this article
click me!

Latest Videos

'Mamata Banerjee-র বাজেটে চাকরি নেই! রাজ্যের যুবসমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে,' কটাক্ষ Nawsad Siddique-র
Bengal Budget 2025: রাজ্য বাজেট নিয়ে Suvendu Adhikari-র মন্তব্য, দেখুন সরাসরি
Bengal Budget 2025: Mamata Banerjee-র বাজেটকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন সরাসরি
'দেউলিয়া সরকারের বেকার বিরোধী বাজেট' ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | WB Budget 2025
‘এখন ভোট নেই তাই লক্ষ্মীর ভাণ্ডারও নেই!’ Mamata Banerjee-র বাজেটে ক্ষোভ উগরে দিলেন Nawsad Siddique