বছর শেষে বড় ধাক্কা ইন্ডিয়া জোটে! দিল্লিতে 'একলা চলো রে' নীতি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল

রবিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না তাঁর দল আপ।

বছর শেষে ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা। দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টি। দলের প্রধান অরবিন্দ কেরজিওয়াল রবিবার জানিয়ে দিলেন নতুন বছরের প্রথমে দিল্লি বিধানসভা নির্বাচনে তাঁর দল একাই লড়াই করবে। দিল্লির শাসক দল আম আদমি পার্টির প্রধান প্রতিপক্ষ বিজেপি। রবিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন,' দিল্লি বিধানসভা নির্বাচনে কোনও জোটে থাকছে না আপ, একাই লড়াই করবে।'

রবিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না তাঁর দল আপ। সবকটি কেন্দ্রে প্রার্থী দেব আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনে রীতিমত ভরাডুবি হয়েছিল ইন্ডিয়া জোটের। কারণ দিল্লির সবকটি আসনই দখল করেছিল বিজেপি। একটিতেও জিততে পারেনি আপ বা কংগ্রেস। আর সেই করণে বিধানসভা নির্বাচনে নিজেদের মান বাঁচাতে একলা চলো রে নীতি নিল আপ। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচন।

Latest Videos

দিল্লি নিয়ে আপ আর বিজেপির মধ্যে যথেষ্ট টানাপোড়়েন রয়েছে। দিল্লির শাসক হিসেবে বিজেপি দীর্ঘ দিন ধরেই টার্গেট করেছে দিল্লি বিধানসভাকে। কিন্তু পরপর দুইবার জনতার রায় গেছে তাদের বিপক্ষে। প্রশ্ন এবার কী হয়। কারণ ইতিমধ্যেই মহারাষ্ট্র বিধানসভায় জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সেখানে রীতিমত ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের সদস্যদের। এবার আপ-এর এই একলা চলো রে নীতির জন্য রীতিমত সমস্যায় পড়তে চলেছে ইন্ডিয়া জোট।

তবে এটাই প্রথম নয়। এর আগে লোকসভা নির্বাচনে পঞ্জাবে ইন্ডিয়া জোটের সঙ্গে না গিয়ে একাই লড়াই করেছিল আরবিন্দ কেজরিওয়ালের আপ। সেই সময় দিল্লি আর হরিয়ানাতে সমঝতা হলেও পঞ্জাবে হয়নি। অন্যদিকে হরিয়ানা ভোটেও কংগ্রেসের সঙ্গে কোনও সমঝতা হয়নি আপের। যদিও হরিয়ানাতে একাই লড়াই করে বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছিল আপ। তাই অরবিন্দ কেজরিওয়াল এবার নিজের খাস তালুক দিল্লিতেও একা লড়াইয়েই আস্থা রাখছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata