এক্সিট পোলকে কার্যত তোয়াক্কাই করছে না তারা।
ইতিমধ্যেই শেষ দিল্লী বিধানসভা নির্বাচন। আর তারপরেই শুরু হয়ে গেছে বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে জল্পনা। কিন্তু এক্সিট পোলকে নিয়ে খুব একটা চিন্তিত নয় আপ।
এক্সিট পোলের ফলাফলকে কার্যত, নাকচ করেছে আম আদমি পার্টি। ভোট গণনা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন দলের নেতারা। প্রকাশিত অধিকাংশ এক্সিট পোলেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, যা আম আদমি পার্টির শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে এই এক্সিট পোলকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে আম আদমি পার্টি। ভোট গণনা কেন্দ্র থেকে দলীয় কর্মীদের দূরে রাখার চেষ্টা চলছে বলেও অভিযোগ জানিয়েছে তারা। শুধু তাই নয়, তাদের অভিযোগ ম্যাসাজ সেন্টার এবং স্পা পরিচালনাকারী কোম্পানিগুলোই এখন এক্সিট পোল পরিচালনা করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।