Delhi Election 2025: এক্সিট পোলকে ফুৎকারে উড়িয়ে দিল আম আদমি পার্টি, কী বলল জানেন?

সংক্ষিপ্ত

এক্সিট পোলকে কার্যত তোয়াক্কাই করছে না তারা। 

ইতিমধ্যেই শেষ দিল্লী বিধানসভা নির্বাচন। আর তারপরেই শুরু হয়ে গেছে বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে জল্পনা। কিন্তু এক্সিট পোলকে নিয়ে খুব একটা চিন্তিত নয় আপ।

এক্সিট পোলের ফলাফলকে কার্যত, নাকচ করেছে আম আদমি পার্টি। ভোট গণনা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন দলের নেতারা। প্রকাশিত অধিকাংশ এক্সিট পোলেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, যা আম আদমি পার্টির শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

Latest Videos

তবে এই এক্সিট পোলকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে আম আদমি পার্টি। ভোট গণনা কেন্দ্র থেকে দলীয় কর্মীদের দূরে রাখার চেষ্টা চলছে বলেও অভিযোগ জানিয়েছে তারা। শুধু তাই নয়, তাদের অভিযোগ ম্যাসাজ সেন্টার এবং স্পা পরিচালনাকারী কোম্পানিগুলোই এখন এক্সিট পোল পরিচালনা করছে। 

এক্সিট পোল আম আদমি পার্টির শক্তিকে কম করে দেখাচ্ছে এবং কংগ্রেস ১৮ শতাংশ পর্যন্ত ভোট পাবে বলে মন্তব্য করেছেন সন্দীপ দীক্ষিত। আরও এক্সিট পোলের ফলাফল আজ প্রকাশিত হবে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের এক্সিট পোল আবার বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হবে। 
 
এদিকে দিল্লীতে বিজেপির জয়ের পূর্বাভাসের পরেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে সমাজবাদী পার্টি। মমতা ব্যানার্জি বা ডিএমকে জোটের নেতৃত্ব দিলে ভালো ফলাফল আসত বলে মন্তব্য করেছে সাংসদ রাম গোপাল যাদব। হরিয়ানা এবং বিহারে কংগ্রেসের জেদের কারণেই জোটের পরাজয় হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এমনকি জোটসঙ্গীদের সঙ্গেও কংগ্রেস নেতৃত্ব কথা বলেন না বলে অভিযোগ এই নেতার।
 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

SSC Scam: ‘শিক্ষকদের উপর প্রত্যেকটা লাঠি-লাথির হিসেব বিজেপি নেবে!’ মমতাকে সরাসরি চ্যালেঞ্জ সুকান্তর
'আমাদের মারলেন কেন স্যার!' কসবায় শিক্ষকদের ওপর লাঠিচার্জ, উত্তাল এলাকা | SSC Scam Case Latest News