
Opposition leader Attacks Modi Govt: কেন্দ্রের ক্ষমতাধীন নরেন্দ্র মোদী সরকারকে সরাতে গেলে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো আন্দোলনের প্রয়োজন। মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপিরই প্রাক্তন জোটসঙ্গী অভয় সিং চৌটালার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে-''ক্ষমতাধীন সরকারকে আসন ছাড়া করতে বাংলাদেশ-নেপাল, শ্রীলঙ্কা মডেলে আন্দোলনের প্রয়োজন। তবেই দূর হটবে মোদী সরকার।''
সূত্রের খবর, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল বা INLDর জাতীয় প্রেসিডেন্ট অভয় সিং চৌটালার একটি ভিডিয়ো বার্তা এক্স হ্যান্ডেলে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে-''শ্রীলঙ্কার আমজনতা, বাংলাদেশ এবং নেপালের যুবসমাজ যেভাবে দেশের সরকারকে উৎখাত করেছে, সেই একই কৌশল ভারতেও কার্যকর করা যায়। বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়।'' এখানেই শেষ নয়। বাংলাদেশ-নেপাল ও শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলনকে 'মডেল' বলেও উল্লেখ করেছেন তিনি। ভারতেও একই মডেল প্রয়োগ করা উচিত বলেও জানিয়েছেন INLD-র নেতা তথা প্রাক্তন বিধায়ক।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই অভয় চৌটালাকে তুলোধোনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। অভয়কে পাল্টা আক্রমণ করে তিনি বলেন যে, ‘’মোদীর বিরোধিতা করতে গিয়ে আসলে ভারত এবং ভারতীয় সংবিধানের বিরোধী হয়ে উঠেছেন অভয়। রাজনৈতিক ফায়দার জন্য তারা গণতন্ত্রের বিরোধিতা করছে।''
এই বিষয়ে বিজেপির আরও এক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘’ভারত বিরোধিতার এই মানসিকতা রাহুল গান্ধীর হাত ধরে ছড়িয়ে পড়ছে। বিরোধী নেতার বারবার হেরে এখন ভারতীয় গণতন্ত্রেরই বিরোধী হয়ে উঠছে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।