বাঙালি সাজে নোবেল পুরস্কার মঞ্চে অভিজিৎ ও এস্থার

  • অর্থনীতিবিদ অভিজিৎ ও তাঁর স্ত্রী এস্থার আনুষ্ঠানিকভাবে সম্মানিত হলেন নোবেল পুরস্কারে
  • পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একেবারে ধূতি ও শাড়ি বাঙালি সাজেই
  • স্টকহল্মের কনসার্ট হলে মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯ টায় 
  • সুইডিশ নোবেল কমিটি পুরস্কার তুলে দেন অভিজিৎ ও ডাফলোর হাতে

বিশ্ব গরীবি নিয়ে কাজের জন্য অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার ডাফলো আনুষ্ঠানিকভাবে সম্মানিত হলেন নোবেল পুরস্কারে। বাঙালির ঐতিহ্য বজায় রেখে এই বাঙালি নোবেল জয়ী দম্পতি মঙ্গলবার নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একেবারে ধূতি ও শাড়ি বাঙালি সাজেই। স্টকহল্মের কনসার্ট হলে মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯ টায় আনুষ্ঠানিকভাবে সুইডিশ নোবেল কমিটি নোবেল পুরস্কার তুলে দেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলোর হাতে। 

আরও পড়ুন- নির্ভয়া কাণ্ডের দিনই উন্নাও কাণ্ডের রায়দান, ফাঁস চেপে বসছে সেনগারের গলায়

Latest Videos

এদিনের এই ঐতিহাসিক মুহূর্তে স্টকহল্মের কনসার্ট হলে উপস্থিত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্ধ্যোপাধ্যায় ও ভাই অনিরুদ্ধ। সঙ্গে ছিলেন তাঁদের পাঁচ বছরের দুই সন্তানও। অমর্ত্য সেন-এর পর দ্বিতীয় বাঙালি হিসাবে নোবেল জয় করেছেন এই বাঙালি দম্পতি। এঁদের সঙ্গে ছিলেন সহযোগী গবেষক মাইকেল ক্রেমারও। অক্টোবরের প্রথম দিকেই ঘোষণা করা হয়েছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো অর্থনীতিতে নোবেল পেতে চলেছেন।  

১৯০১ সাল থেকে শুরু করে আলফ্রেড নোবেলের মৃত্যুদিনেই দেওয়া হয় এই সম্মান। নোবেল মঞ্চে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে বিশিষ্টি ব্যক্তিত্বরা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar