নাবালিকাকে নিগ্রহের অভিযোগ, পলাতক ডিআইজি-কে করা হল বরখাস্ত

 

  • পুলিশের বিরুদ্ধে নাবালিকা নিগ্রহের অভিযোগ
  • অভিযোগের তির প্রবীণ আইপিএস অফিসারের দিকে
  • ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক পুলিশ আধিকারিক
  • তদন্দের পর বরখাস্তের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার
     

Asianet News Bangla | Published : Jan 10, 2020 3:31 AM IST / Updated: Jan 10 2020, 10:44 AM IST

নাবালিকাকে নিগ্রহের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতেই পলাতক ডিআইজি নিশিকান্ত মোরে। অবশেষে অভিযুক্ত ডিআইজি-কে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্বয়ং সেকথা জানিয়েছেন। 

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মোটর ভেহিকল)  নিশিকান্ত মোরের বিরুদ্ধে দুই সপ্তাহ আগে নিগ্রহের অভিযোগ ওঠে। নভি মুম্বইয়ের তালোজা পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন : হবু রাজাদের ছবিতে নেই তিনি, তবে কি মা ডায়নার মত রাজপরিবার ছাড়ছেন হ্যারি

স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই ওই প্রবীণ আইপিএস অফিসারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভি মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ বছরের ওই নাবালিকার জন্মদিনের পার্টিতেই ডিআইজি তাকে নিগ্রহ করে।

আরও পড়ুন : এনআরসি-র প্রতিবাদে আগেই পথে নেমেছেন, এবার গান বাঁধলেন তৃণমূলনেত্রী

গকবছর জুন মাসে এই নিগ্রহের ঘটনা ঘটে। যদিও ২৬  ডিসেম্বরে এই বিষয়ে পুলিশে রিপোর্ট দায়ের করা হয়। নিগৃহীতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা গেছে এই পুলিশ আধিকারিক এবং কিশোরীর বাবা দুই বন্ধু ছিলেন। 

Share this article
click me!