বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার, বিমানসেবিকাকে জানিয়েও মিলল না সুরাহা!

Published : Oct 11, 2023, 01:14 PM IST
divya prabha

সংক্ষিপ্ত

বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন যে, বার বার বিমানসেবিকার কাছে মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে নালিশ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

উড়ন্ত বিমানের মধ্যে অভিনেত্রীকে চূড়ান্ত হেনস্থা। বিমান সফরের তিক্ত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মালয়ালম শিল্পী দিব্যা প্রভা। তাঁর অভিযোগ, বিমানে সফর করার সময়েই তাঁকে চূড়ান্ত হেনস্থা করেন এক সহযাত্রী। 

দিব্যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানা গেছে যে, ১০ অক্টোবর, মঙ্গলবার, বিমানে চড়ে মুম্বই থেকে কোচি যাচ্ছিলেন তিনি। ওই সময়ে এক সহযাত্রী মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন, অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে, দিব্যাকে তাঁর নির্ধারিত আসন বদলে অন্য আরেকটি আসনে গিয়ে বসতে হয়। উড়ান সংক্রান্ত সব তথ্য দিয়ে কেরল পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন যে, বার বার বিমানসেবিকার কাছে মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে নালিশ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নিজের সুরক্ষার স্বার্থেই তিনি নিজের আসন বদল করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন দিব্যা প্রভা। কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা ঘটনার বিষয়ে জানানোর পরে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
 

 

PREV
click me!

Recommended Stories

Pahalgam Attack: পহেলগাঁওয়ের হামলার ৮ মাস পর চার্জশিট NIA-র, হামলার মূল চক্রী কে?
News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে