বিনিয়োগকারীদের স্বার্থে সঠিক নৈতিক সিদ্ধান্ত, নতুন বার্তা গৌতম আদানির

নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংস্থা। তবে এই ঘোষণা অনেককেই অবাক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই দাবি করেন।

নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংস্থা। তবে এই ঘোষণা অনেককেই অবাক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই দাবি করেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন সংস্থা মনে করছেন এই পরিস্থিতিতে FPO ছাড়ার সিদ্ধান্ত নৈতিকভাবে ঠিক হবে না। তাই বুধবার নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সংস্থাটি দৃঢ়ভাবে অবস্থান করছে। তিনি আরও বলেছেন তাঁর গোষ্ঠীর মৌলিক বিষয়গুলি শক্তিশালী। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এদিন গৌতম আদানি বলেন, আদানি গ্রুপ মনে করছে ফোলো-অন পাবলিক অফারের সঙ্গে এগিয়ে যাওয়া নৈতিকভাবে ঠিক হবে না , সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

06:38স্টেশনে চোখের সামনেই ঘটেছে সব, কি ঘটেছে! সবটাই জানালেন স্টেশনের এই কুলি06:38স্টেশনে চোখের সামনেই ঘটেছে সব, কি ঘটেছে! সবটাই জানালেন | New Delhi Railway Station News |05:40স্টেশনের ফুটব্রিজে একজন পড়ে যেতেই...স্টেশন জুড়ে শুধুই হাহাকার | Delhi station stampede News05:40New Delhi Stampede : স্টেশনের ফুটব্রিজে একজন পড়ে যেতেই...স্টেশন জুড়ে শুধুই হাহাকার03:42কীভাবে ঘটল দিল্লি স্টেশনে দুর্ঘটনা? হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন যাত্রীরা07:24Nagpur Puchka : ৯৯ হাজার টাকায় লাইফটাইম ফুচকা খাওয়ার সুযোগ! নাগপুরে হইচই05:44পাকিস্তান পেয়েছিল F-16, ভারত পেতে চলেছে বিশ্বের ভয়ঙ্কর F-35 | F-35 India | Modi Trump Update05:44পাকিস্তান পেয়েছিল F-16, ভারত পেতে চলেছে বিশ্বের ভয়ঙ্কর F-35, কতটা লাভ ভারতের04:50'মহাকুম্ভের ফলে উত্তরপ্রদেশের অর্থনীতি ৩ লক্ষ কোটি বৃদ্ধি পাবে', বিরোধীদের মুখ বন্ধ করলেন যোগী আদিত্যনাথ05:20বিহার PSC-র দুর্নীতির পর্দা ফাঁস খান স্যারের, দেখুন কী বলছেন তিনি
Read more