বিনিয়োগকারীদের স্বার্থে সঠিক নৈতিক সিদ্ধান্ত, নতুন বার্তা গৌতম আদানির

নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংস্থা। তবে এই ঘোষণা অনেককেই অবাক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই দাবি করেন।

নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংস্থা। তবে এই ঘোষণা অনেককেই অবাক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই দাবি করেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন সংস্থা মনে করছেন এই পরিস্থিতিতে FPO ছাড়ার সিদ্ধান্ত নৈতিকভাবে ঠিক হবে না। তাই বুধবার নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সংস্থাটি দৃঢ়ভাবে অবস্থান করছে। তিনি আরও বলেছেন তাঁর গোষ্ঠীর মৌলিক বিষয়গুলি শক্তিশালী। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এদিন গৌতম আদানি বলেন, আদানি গ্রুপ মনে করছে ফোলো-অন পাবলিক অফারের সঙ্গে এগিয়ে যাওয়া নৈতিকভাবে ঠিক হবে না , সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

13:19Saayoni Ghosh TMC : সায়নী ঘোষের মন্তব্যে উত্তাল সংসদ! যোগ্য জবাব দিল বিজেপি06:55Fake Voters : বাংলায় ১৩ লক্ষ ভুয়ো ভোটার! তৃণমূলের তুলোধোনা করলেন সুকান্ত06:55বাংলায় ১৩ লক্ষ ভুয়ো ভোটার! তৃণমূলের তুলোধোনা করলেন সুকান্ত | Fake Voters | Sukanta Majumdar | BJP04:11Fake Voters : বাপরে! বাংলায় ১৩ লক্ষ ভুয়ো ভোটার, বিস্ফোরক অভিযোগ বিজেপির05:32কেন পাকিস্তানে ট্রেন হাইজ্যাক? দেখুন কী বলছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল বক্সী04:05PM Modi visit Mauritius : মরিশাস সফরে প্রধানমন্ত্রী মোদী, ভারত ও মরিশাস বন্ধুত্বের নতুন দিগন্ত03:14Soumitra Khan : 'সীমান্ত দিয়ে বাংলাদেশি ঢুকিয়ে ভোট করাচ্ছে তৃণমূল' সংসদে বিস্ফোরক সৌমিত্র11:16CT 2025 : 'জয় শ্রীরাম' স্লোগান, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, আনন্দে ভাসছে দেশ06:24CT 2025 Final : নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত, দেশজুড়ে অকাল হোলি!06:05'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM
Read more