বিনিয়োগকারীদের স্বার্থে সঠিক নৈতিক সিদ্ধান্ত, নতুন বার্তা গৌতম আদানির

নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংস্থা। তবে এই ঘোষণা অনেককেই অবাক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই দাবি করেন।

নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংস্থা। তবে এই ঘোষণা অনেককেই অবাক করেছিল। কিন্তু এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই দাবি করেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন সংস্থা মনে করছেন এই পরিস্থিতিতে FPO ছাড়ার সিদ্ধান্ত নৈতিকভাবে ঠিক হবে না। তাই বুধবার নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সংস্থাটি দৃঢ়ভাবে অবস্থান করছে। তিনি আরও বলেছেন তাঁর গোষ্ঠীর মৌলিক বিষয়গুলি শক্তিশালী। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এদিন গৌতম আদানি বলেন, আদানি গ্রুপ মনে করছে ফোলো-অন পাবলিক অফারের সঙ্গে এগিয়ে যাওয়া নৈতিকভাবে ঠিক হবে না , সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

07:54নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |07:54Modi on Netaji : আমাদের প্রেরণা নেতাজি, নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ, সঙ্গে গোটা মন্ত্রিসভা05:02Mahakumbh Fire : দাউ দাউ করে জ্বলছে ক্যাম্প! কিভাবে লাগল আগুন! মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাংশ12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও08:54PM Modi : বাংলাদেশ তো মশা, টিকবে না পাকিস্তান! মোদীর এক চালে বিশাল ক্ষমতা বাড়ল নৌসেনার
Read more