
Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!
Lok Sabha : সংসদে বসেই ধূমপান? লোকসভায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ই-সিগারেট খাওয়ার বিস্ফোরক অভিযোগ আনলেন অনুরাগ ঠাকুর। স্পিকার ওম বিড়লা কী ব্যবস্থা নিচ্ছেন? জানুন বিস্তারিত।
Lok Sabha : আজ লোকসভার শীতকালীন অধিবেশনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দেশ। অধিবেশন চলাকালীন এক তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কক্ষের ভেতরে বসেই ই-সিগারেট খাওয়ার গুরুতর অভিযোগ আনলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
এদিন বিতর্ক চলাকালীন অনুরাগ ঠাকুর স্পিকার ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন যে, বিরোধী বেঞ্চে বসে ওই সাংসদ ধূমপান করছেন, যা সংসদের গরিমা ও আচরণবিধির পরিপন্থী। এই অভিযোগকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে সংসদীয় নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।