'দুর্নীতির প্রতীক আদানিদের সঙ্গে মোদীর সম্পর্ক কী?' কোলার থেকে আবারও বিতর্কিত মন্তব্য রাহুলের

কোরালের জনসভা থেকে আবারও নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর। তিনি বলেন, আদানিরা দুর্নীতির প্রতীক। আদানিদের সঙ্গে মোদীর সম্পর্ক কী তাও আবার জানতে চান রাহুল।

 

কর্ণাটকের কোলার থেকে এবারও আদানি ইস্যুতে রাহুল গান্ধী তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোলারের জনসভায় দাঁড়িয়ে আবারও বিতর্কিত মন্তব্য করতে পিছপা হননি রাহুল । তিনি বলেন, 'আদানি দুর্নীতির প্রতীক।' মানহানি মামলায় সাংসদ পদ খোয়ানের পরে এটাই ছিল রাহুল গান্ধীর প্রথম জনসভা। ২০১৯ সালে এই কোলারের জনসভা থেকেই মোদীকে আক্রমণ করতে গিয়ে নীরব মোদী ও ললিত মোদীর প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন,'সব চোরেদের পদবী মোদী কেন।' রবিবারের এই জনসভা থেকে রাহুল গান্ধী কর্ণাটকে ভোট প্রচারও শুরু করেন কংগ্রেসের হয়ে।

রাহুল গান্ধী বলেন, আদানিদের সঙ্গে মোদীর কী সম্পর্ক তা তিনি সংসদে দাঁড়িয়ে জানতে চেয়েছিলেন। আর সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওযা হয়েছে। তিনি বলেন কেন্দ্রীয় সরকার মনে করে তাঁকে হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া যাবে। কিন্তু তিনি যে ভয় পাবেন না তা তিনি জনসভায় ঘোষণা করেছেন। বলেন, 'যতক্ষণ না আমি উত্তর পাব, ততক্ষণ আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকব। আপনি আমাকে অযোগ্য ঘোষণা করুন, আমাকে জেলে দিন বা আপনি যা খুশি করুন, আমি ভয় পাব না।' তিনি আরও বলেন প্রতিরক্ষা ক্ষেত্রে আদানিরা কাজ করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে না। তিনি আরও বলেন, শেল কোম্পানিতে একজন চিনা ব্যক্তিকেও নিয়োগ করা হয়েছে। যা দেশের পক্ষে অত্যান্ত ক্ষতিকর বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি আরও বলেন, আদানিদের হাতে দেশের বিমান বন্দরগুলি তুলে দেওয়ার জন্য নিয়ম পরিবর্তন করা হয়েছে। সেই আদানিদের সঙ্গে মোদী কী সম্পর্ক তাও তিনি জানতে চান বলেও জানিয়েছেন। রাহুল আরও বলেন, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা , বাংলাদেশ - যেখানেই মোদী সফর করেছেন আদানিরা প্রজেক্ট পেয়েছেন। আবারও শেল কোম্পানি বিনিয়োগ হওয়ার ২০ হাজার কোটি টাকা কার - সেই নিয়েও রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন।

Latest Videos

২৯ মার্চ ঘোষণা করা হয়েছিল কর্ণাটক বিধানসভা নির্বাচনের কথা। তারপর এটাই ছিল রাহুল প্রথম কর্ণাটক সফর। এদিনের জনসভা থেকে রাহুল আদানি ইস্যুতে জোর দিয়েছেন। বলেছেন, আদানিরা দুর্নীতির প্রতীক। এদিন তিনি কর্ণাটকে জয় ভারত সমাবেশের সূচনাও করেন। রাহুল বলেন কর্ণাটকে কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে। তিনি আরও বলেন, তাঁর দল যদি সরকার গঠন করে তাহলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করার বিষয়ে অনুমোদন করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হত তার ওপরই জোর দেবে তাঁর দল।

এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের সাধারণ সম্পাদক ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা, কেপিসিসি প্রধান ডি কে শিবকুমার, এবং আইনসভা দলের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ সিনিয়র কংগ্রেস নেতারা জনসভায় বক্তব্য রাখেন।

আদালতে বিস্তারিত ভাবে বলা হয়েছে, অভিযুক্ত রাহুল গান্ধী তার যথাযথ মনোনীয় অ্যাডভোকেড প্রতিটি নির্ধারিত তারিখে ও নিয়মিতভাবে আদালতে হাজির হবে। অভিযুক্তের অনুপস্থিতি বিচার পরিচালনা করেন তিনি। রাহুল গান্ধীর অনুপস্থিতিতে তাঁর অ্য়াডভোকেডই তাঁর হয়ে যাবতীয় তথ্য আদালতে তুলে দেবে ও বক্তব্য রাখবে। সম্প্রতি 'মোদী পদবী' ইস্যুতে সুরাট আদালত রাহুল দান্ধীদে দোষী সাব্যস্ত করেছে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাহুল উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা