'নতুন বোতলে পুরনো মদ', নির্মলার বাজেটকে কটাক্ষ অধীরের

  • কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় কংগ্রেস
  • পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি, সমালোচনা অধীরের
  • নতুন উদ্যোগ নেই, দাবি কংগ্রেস দলনেতার
  • বাজেটকে প্রশংসায় ভরালেন অমিত শাহ
     


নতুন বোতলে পুরনো মদ। এভাবেই কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, নতুন ভারতের দিশা দেখাতে ব্যর্থ নির্মলা সীতারমণের বাজেট। বহরমপুরের সাংসদের অভিযোগ, পুরনো প্রতিশ্রুতিগুলিই আরও একবার নতুন ভাবে সামনে নিয়ে এসেছে মোদী সরকার। 

দ্বিতীয় মোদী সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধির হাল ফেরানো। কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরেই তার সমালোচনায় সরব হন অধীর। তাঁর অভিযোগ, কীভাবে নতুন কর্মসংস্থান হবে, তার কোনও পরিকল্পনা নেই এই বাজেটে। একই সঙ্গে কৃষিক্ষেত্রের উন্নতিতেও এই বাজেটে আলাদা করে কোনও পরিকল্পনার ছাপ নেই বলেও সরব হয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা। বাজেটে নতুন কোনও উদ্যোগের কথাও বলা হয়নি বলে সমালোচনা করেছেন অধীর। তাঁর কটাক্ষ, মুখে নতুন ভারতের কথা বললেও আসলে পুরনো প্রতিশ্রুতিগুলিরই পুনরাবৃত্তি করেছে মোদী সরকার। কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, 'এ তো নতুন বোতলে পুরনো মদ।'

Latest Videos

আরও পড়ুন- আশা আকাঙ্খা ও বিশ্বাসের বাজেট, প্রশংসায় পঞ্চমুখ মোদী

কংগ্রেস নেতা কপিল সিব্বলও ব্যঙ্গাত্মক সুরে বলেন, 'নির্মলাজি তামিলের পাশাপাশি ভাল হিন্দিও বলেছেন। এর জন্য তাঁকে অভিনন্দন। কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে সংবাদমাধ্যম, কারোর জন্যই এই বাজেটে ভাল কোনও খবর নেই।'

কংগ্রেস নেতারা যাই বলুন না কেন, প্রত্যাশিতভাবেই নির্মলা সীতারমণের বাজেটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিজেপি-র নেতামন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহের দাবি, এবারের বাজেট ভারতের কৃষক, যুবক, মহিলা এবং গরিবদেরও নিজেদের আরও মেলে ধরতে সাহায্য করবে। সমাজের সব অংশের মানুষকে নিয়ে দেশের অগ্রগতির ভিত্তি স্থাপন করবে এই বাজেট। 
 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today