পাকিস্তানে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পাঁচদিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। পুলিশি জেরায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক তথ্য জ্যোতির
210
পহেলগাঁও হামলা নিয়ে জ্যোতির সোশ্যাল মিডিয়ায় ব্লগ
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ব্লগ করেন তিনি। সেটি আবার ইন্সটাগ্রামেও আপলোডও করেন জ্যোতি মালহোত্রা।
310
পহেলগাঁও নিয়ে কী বক্তব্য জ্যোতির?
সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ওই ভিডিয়োতে জ্যোতিকে পহেলগাঁও হামলার জন্য পর্যটক ও সরকারকে দায়ি করা হয়েছে। তিনি বলেছেন, ‘’জম্মু কাশ্মীরের মতন জায়গায় প্রচুর পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকলেও পর্যটকদের আরও সতর্ক থাকতে হত।''
জ্যোতি তার সোশ্যাল মিডিয়ার ব্লগে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় নিহত পর্যটকদেরই দায়ি করেছেন। তিনি ব্লগে নিহতদের এই বিষয়ে আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন। বর্তমানে সেই ব্লগটি স্থগিত করে রাখা হয়েছে।
510
পাকিস্তানি গোয়ান্দাদের সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ
পাক গুপ্তচর হিসেবে ধৃত জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে উঠেছে পাকিস্তানি গোয়ান্দাদের সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ। বিভিন্ন সময়ে সে দেশের সংবেদনশীল তথ্য পাকিস্তানেরর গোয়েন্দাদের কাছে পাচার করত।
610
ভিডিয়োতে বক্তব্য প্রকাশ করা তার মৌলিক অধিকার!
পুলিশি জেরার মুখে জ্যোতি মালহোত্রা জানিয়েছেন যে, ভিডিয়ো তৈরি করা এবং কোনও কিছু সম্পর্কে তার বক্তবব্য রাখা এটা তার মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। জেরার মুখে এখনও নিজের অপকর্ম নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই জ্যোতির।
710
পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ
ইউটিউবার জ্যোতি মালহোত্রার কেবল পাক হাইকমিশনারের সঙ্গেই নিবিড় সম্পর্ক ছিলো না। তার বিরুদ্ধে উঠেছে ISI জঙ্গি এবং পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখার মতন গুরুত্বর অভিযোগ
810
জ্যোতির চোখে ভারত দেখত পাক গোয়েন্দারা
সূত্রের খবর, ভারত-পাক সংঘর্ষের সময় যে ব্ল্যাকআউট হয়েছিল সেই তথ্যও নিজের x হ্যান্ডেলের মাধ্যমে পাকিস্তানে পাচার করেছিল জ্যোতি। সেই সময় পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গেও যোগাযোগ রেখেছিল জ্যোতি।
910
জ্যোতি সহ গ্রেফতার আরও ১২ ইউটিউবার
পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে জ্যোতি মালহোত্রা সহ এখনও পর্যন্ত গ্রেফতার ১২ ইউটিউবার। দেশের কোন কোন সংবেদনশীল তথ্য তারা শত্রুদেশের হাতে পাচার করেছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে।
1010
কে এই জ্যোতি মালহোত্রা
হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রার ‘ট্রাভেল উইথ জেও’ নামে একটি ইউটিউব চ্য়ানেল রয়েছে। সোশ্যাল মিডিয়া ব্লগার হিসেবেই পরিচিত সে। তার ইউটিউব চ্যানেলে ৩.৭৭ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে ১.৩৩ লক্ষের বেশি ফলোয়ার।