BJP News: জেপি নাড্ডার পরে বিজেপির সভাপতি কে? জল্পনায় উঠছে যে নামটি দেখে নিন

Published : Dec 06, 2024, 04:46 PM IST
bjp flag

সংক্ষিপ্ত

জেপি নাড্ডার পরিবর্তে যে নামটি নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হল সিআর পাতিল। গুজরাট বিজেপির সভাপতি পদে রয়েছেন তিনি। 

বিজেপির সর্বভারতীয় সভাপতির লড়াই শুরু হতে চলেছে। মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও। বিজেপির নিয়ম অনুযায়ী একই ব্যক্তি দুটি পদে থাকতে পারেন না। আর সেই কারণে সভাপতি নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই সভাপতি পদের জন্য উঠছে কয়েকটি নাম।

জেপি নাড্ডার পরিবর্তে যে নামটি নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হল সিআর পাতিল। গুজরাট বিজেপির সভাপতি পদে রয়েছেন তিনি। জেপি নাড্ডার মেয়াদ মকর সংক্রান্তির পরে শেষ। সেই সময়ই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। বলে জোর জল্পনা গেরুয়া শিবিরে।

সম্প্রতি লোকসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে সামনের সারিতে সমানের সারিতে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী বিজেপি সভাপতিও লোকসভার সদস্য হতে পারে বলেও গেরুয়া শিবিরে জল্পনা চলছে। গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই পালিতের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনেও বিজেপি সাফল্যের পিছনে রয়েছে পাতিলের তৈরি রণকৌশল। তারই কৃতিত্ব হিসেবে পাতিলকে সভাপতি করা হতে পারে বলেও সূত্রের খবর।

অন্যদিকে বিজেপি নেতা সিআর পাতিল নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ট হিসেবেই পরিচিত। একটা সময় বিজেপি সভাপতির দৌড়ে ছিল শিবরাজ চৌহান, মনোহরলাল খট্টর,ভূপেন্দ্র যাদবের নাম। বর্তমানে তারা প্রত্যেকেই কেন্দ্রীয় মন্ত্রী। আর সেই কারণেই তাঁদের নাম জল্পনা থেকে আপাতত বাদ। সিআর পাতিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর সেই কারণে বিজেপি সভাপতি হিসেবে তাঁর নাম উঠলে তাঁকেও মন্ত্রিত্ব ছাড়তে হতে পারে। অমিত শাহকেও বিজেপির সভাপতির পদ ছাড়তে হয়েছিল মন্ত্রিত্ব গ্রহণের কারণে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আপনার শহরে আজকের ডিজেল ও পেট্রোলের দাম
Bank Close: ধর্মঘটের জের, চলতি মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভুগবে ATM পরিষেবাও