- Home
- India News
- Bank Close: ধর্মঘটের জের, চলতি মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভুগবে ATM পরিষেবাও
Bank Close: ধর্মঘটের জের, চলতি মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভুগবে ATM পরিষেবাও
চলতি মাসের শেষে ছুটি ও দেশব্যাপী ধর্মঘটের কারণে ব্যাঙ্ক টানা চারদিন বন্ধ থাকবে। ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এই বন্ধ চলবে, যার ফলে গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এটিএম পরিষেবা খোলা থাকলেও নগদের অভাব দেখা দিতে পারে।

চলতি মাসের শেষ সপ্তাহে ভোগান্তির শিকার হতে চলেছেন গ্রাহকরা। এই সময় টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মূলত ছুটির দিন এবং দেশব্যাপী ধর্মঘটের কারণে ব্যাঙ্কের বিভিন্ন শাখাগুলো বন্ধ থাকবে। তাই সময় থাকতে সেরে নিন সব কাজ। দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
তথ্য অনুসারে, সপ্তাহেও পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ জানুয়ারি- নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী / সরস্বতী পূজা / শ্রী পঞ্চমী / বসন্ত পঞ্চমী / বীর সুরেন্দ্র সাই জয়ন্তী। ২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস।
আবার ২৭ জানুয়ারি আবার ব্যাঙ্ক ধর্মঘট। এরই মাঝে ২৪ জানুয়ারি শনিবার আর ২৫ জানুয়ারি রবিবার। সব মিলিয়ে ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কাজ।
এদিকে বর্তমানে মাসের সব কয়টি রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এবার সপ্তাহে পাঁচদিন কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক ইউনিয়নগুলো। ১ জানুয়ারি থেকে এই ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি। ছুটি বৃদ্ধি সহ একাধিক দাবিতে ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীরা। এই কদিন এটিএম খোলা থাকলেও টাকা পেতে যে ভোগান্তি হতে পারে তার আশঙ্কা করছেন সকলে।
তেমনই ফেব্রুয়ারি ২০২৬-তে চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও ব্যাঙ্কের ছুটি থাকবে ৩ দিন।
১৮ ফেব্রুয়ারি- লোসার
১৯ ফেব্রুয়ারি- ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী
২০ ফেব্রুয়ারি- রাজ্য দিবস / রাজ্য প্রতিষ্ঠা দিবস

