
Jammu Kashmir Anti Terror Operation: পরিবারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে ব্যক্তি। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারানো ২৬ জন পর্যটকের মধ্যে তিনিই ছিলেন একমাত্র কাশ্মীরি। নাম সৈয়দ আদিল। বৈসরন উপত্যকা জুড়ে টাট্টু ঘোড়ায় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু গত ২২ এপ্রিল দুপুরের পর বদলে গিয়েছে উপত্যকার চিত্র। এক লহমায় অন্ধকার নেমে এসেছে সৈয়দ আদিলের পরিবারেও। কারণ, জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে সেও। সোমবার উপত্যকায় অপারেশন মহাদেবে জঙ্গি নিধনের খবরে ভারতীয় সেনা ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নিহত আদিলের ছোটো ভাই ও তার পরিবার।
জানা গিয়েছে, পহেলগাঁও হামলায় জঙ্গিদের রুখতে গিয়ে শহিদ হওয়া সৈয়দ আদিলের পরিবার এই হামলার মূলচক্রীর নিহত হওয়ার খবরকে স্বাগত জানিয়েছে। আদিলের ভাই সৈয়দ নওশাদ ভারতীয় সেনা ও সরকারকে সুবিচার দেওয়ার জন্য ধন্যবাদ জানান সোশ্যাল মিডিয়ায়। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় গত ২২ এপ্রিল পর্যটকদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নিহত সৈয়দ আদিল।
সূত্রের খবর, সেদিন তিনি সাহসিকতার সঙ্গে জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করেছিলেন। জঙ্গিদের কাছ থেকে বন্দুকও কেড়ে নেন। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি। পাল্টা জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনার পর থেকেই তাঁর পরিবার সুবিচারের অপেক্ষায় ছিল। সোমবার ভারতীয় সেনাবাহিনীর অভিযানে এই হামলার মূলচক্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
সৈয়দ আদিলের ভাই সৈয়দ নওশাদ এই খবর নিশ্চিত করে বলেছেন, "আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। সুবিচার পেয়ে আমরা আজ শান্তি পেলাম।" শুধু তাই নয়, পরিবারের সদস্যরা আদিলের আত্মত্যাগের জন্য গর্বিত এবং সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, মারের বদলা মার। ভূস্বর্গে চলছে জঙ্গি বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনার 'অপারেশন মহাদেব'। সোমবার সকাল থেকেই উপত্যকা জুড়ে শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের শ্রীনগরের দাচিগ্রাম এলাকায় জঙ্গলের মধ্যে এদিন সকাল থেকে শুরু হয় নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে জঙ্গিদের সশস্ত্র লড়াই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত তিনজন জঙ্গির খতম হওয়ার খবর মিলেছে। জঙ্গি নিধনে ভারতীয় সেনার অপারেশন মহাদেব জারি এখনও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।