নতুন সংসদ ভবনে বৃষ্টির জলের পর এবার বানরের হানা! মোদীকে নিশানা কংগ্রেসের

সংসদ ভবনে সাংসদদের জন্য নির্দিষ্ট লবিতে ঘুরে বেড়াচ্ছে বানর। সেই ভিডিও পোস্ট করে মোদীকে নিশানা করতে দ্বিতীয়বার ভাবেননি কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

 

প্রথম বর্ষাতেই বিপর্যস্ত সংসদ ভবন। তাতেই রীতিমত বিড়ম্বনা বাড়ছে নরেন্দ্র মোদী সরকারের। যাযা নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করেছে একের পর এক কংগ্রেস নেতা। দিন দুই আগেই নতুন সংসদ ভবনের ছাদ চুঁয়ে জল পড়ছিল। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। জল জমে গিয়েছিল সংসদ ভবনেও। যা নিয়ে কংগ্রেস নেতারা কটাক্ষ করতে ছাড়েনি। এবার সংসদ ভবনে ঘুরে বেড়াচ্ছে যাও কংগ্রেসের একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

সংসদে বানর-

Latest Videos

সংসদ ভবনে সাংসদদের জন্য নির্দিষ্ট লবিতে ঘুরে বেড়াচ্ছে বানর। সেই ভিডিও পোস্ট করে মোদীকে নিশানা করতে দ্বিতীয়বার ভাবেননি কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'মাঙ্কি বাত মোদীম্যারিয়টে আজ বানরের কথা। যা নতুন সংসদ ভবন নামে পরিচিত।' ওয়াকিবহাল মহলের ধারনা কংগ্রেস নেতা নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানকেই কটাক্ষ করেছেন।

 

 

সংসদের ছাদ চুঁয়ে জলের ধারা-

বুধবার দিল্লিতে প্রবল বৃষ্টি হয়। তাতেই নতুন সংসদ ভবনের একাংশ দিয়ে চুঁয়ে চুঁয়ে জল পড়ে। একটি নীল রঙের বালতি বসিয়ে সেই জল ধরে রাখার চেষ্টা করা হয়। সিলিং চুঁয়ে জল পড়ার দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা নিয়ে মোদীকে নিশানা করেন কংগ্রেস নেতা মনিকম ঠাকুর। লিখেছিলেন, 'বাইরে কাগজ ফুটো, ভিতরে জল পড়ছে। সংসদ লবিতে সাম্প্রতিক জলের পড়ার নতুন ভবনে জরুরি অবস্থার সামিল। '

 

 

নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ রেকর্ড সময়ে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ ডিসেম্বর, ২০২০-এ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং ২০২৩ সালের ২৮ মে উদ্বোধন করেছিলেন। নয়াদিল্লির কেন্দ্রস্থলে পুরানো কমপ্লেক্সের সংলগ্ন অবস্থায় নির্মিত হয়েছিল। যদিও নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল কংগ্রেস। নতুন সংসদ ভবন তৈরির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিল। তাতেই সংসদ ভবনের বেহাল দশাকে হাতিয়ার করেছে কংগ্রেস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari