চাকরির লোভ দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নির্যাতিতা ১৩ বছরের কিশোরী

Published : Oct 28, 2024, 09:43 AM IST
UP woman raped by neighbour

সংক্ষিপ্ত

উত্তর প্রদেশের আগরার তাজগঞ্জে চাকরির লোভ দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের ছেলের বিরুদ্ধে। কিশোরীর মা'র অভিযোগের ভিত্তিতে মামিক দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

 কদিন আগে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল সারা দেশ। দীর্ঘ লড়াই চলেছে। তবে, এতেও পরিস্থিতি বদল হল না। ফের ধর্ষণের ঘটনা ঘটল। এবার ঘটনাট ঘটেছে উত্তর প্রদেশে। সেখানে আগরার তাজগঞ্জ থানা এলাকায় ঘটে এই ঘটনা। কিশোরীর মা অভিযোগ দায়ের করে। ঘটনার চাঞ্চল্য পড়েছে সর্বত্র। ফের ধর্ষণের ঘটনায় চমক পেয়েছেন সকলে। এবার ধর্ষিতা হলেন ১৩ বছরের শিশু।  

জানা গিয়েছে, চাকরির লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণ কর এক যুবক। সে ওই হোটেলের মালিকের ছেলে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এখনও চলছে ঘটনার তদন্ত। এখনও গ্রেফতার হয়নি কেউ।

নির্যাতিতা কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে মেয়েটিকে হোটেলে ডেকে ধর্ষণ করা হয়।

২১ অক্টোবর দুপুরে যুবকের ডাকে তাঁর সঙ্গে দেখা করতে যায় কিশোরী। যুবক জানিয়েছিল, তার বাবার হোটেলে তাকে কাজের ব্যবস্থা করে দেবে। এই মর্মে বিশ্বাস করে কিশোরী সেখানে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

কিশোরীর মা জানান, মাথায় বন্দুক ধরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছে। প্রায় ২ ঘন্টা করে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এসএইচও জশবীর সিংহ বলেন, কিশোররী মায়ের অভিযোগে ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। পুলিশের কাছে কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত যুবককে এখনও গ্রেফতার হয়নি বলে খবর।

 

PREV
click me!

Recommended Stories

AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র
Kalyan Banerjee : 'SIR সংবিধান বিরোধী!' সংসদে বিরাট হুঙ্কার সাংসদ কল্যাণের, ঠিক কী বললেন?