Ahmedabad plane Crash: ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে বিমান, ২০ জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা

Published : Jun 12, 2025, 05:05 PM IST
Ahmedabad Plane Crash

সংক্ষিপ্ত

আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান ভেঙে পড়ে। মেডিক্যাল কলেজের ছাদের ওপর ভেঙে পড়ল বিমান, ২৪২ জন যাত্রী ছাড়াও ২০ জন ডাক্তারের মৃত্যুর আশঙ্কা> 

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতবাক সারা বিশ্ব। ওড়ার পরমুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান ভেঙে পড়ল। বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের কিছু সময় পর দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ল বিমান। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি। আহমেদাবাদ- লন্ডনগামী AI 171 বিমানটি ভেঙে পড়েছে। বিমানে ২৩০ জন যাত্রী-সহ মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে।

প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান, সাত জন পর্তুগিজ নাগরিক ছিলেন। ছিলেন ১০ জন ক্রু সদস্য। জানা যাচ্ছে, এই বিমানে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। বিমানটিতে ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের কমান্ডে ছিল, সহ পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। ক্যাপ্টেন সুমিত সভরওয়াল একজন এলটিসি, যার ৮২০০ ঘন্টার অভিজ্ঞতা আছে। সহ পাইলট ক্লাইভ কুন্ডারের ১১০০ ঘন্টার অভিজ্ঞতা আছে। এমনই জানান কর্মকর্তারা।

আহমেদাবাদ বিমানবন্দর থেকে ১৫ কিমি দূরে ভেঙে পড়ে বিমানটি। মেঘানী নগরের বিজে মেজিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে বিমান। ভেঙে পড়ার পরমুহূর্তে বিস্ফোরণ বিমানের সকলের মৃত্যু হয়েছে বলে অনুমান। এখানেই শেষ নয়, বিমান দুর্ঘটনায় ২০ জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা আছে। জানা গিয়েছে, সে সময় ক্যান্টিলে খাওয়া দাওয়া করছিলেন জুনিয়র ডাক্তাররা। ফলে, প্রায় ২০ জনের মৃত্যু হতে পারে বলে অনুমান সকলের।

ওড়ার পরমুহূর্তে মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পরপরই ৭ টি দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। চারিদিকে আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বিমানটি মেঘানী নগরের বিজে মেজিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে। যে কারণে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান সকলের।

বর্তমানে চালু করা হয়েছে হেল্প ডেস্ক। মন্ত্রক প্রকাশ করেছে হেল্পলাইন নম্বর। সেটি হল ০১১-২৪৬১০৮৪৩ এবং ৯৬৫০৩৯১৮৫৯।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে