Air India Plane Crash: 'আমেদাবাদে বিপর্যয়ে স্তম্ভিত,' শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Published : Jun 12, 2025, 05:05 PM ISTUpdated : Jun 12, 2025, 05:46 PM IST
Plane crash

সংক্ষিপ্ত

Ahmedabad plane crash: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান দুর্ঘটনা (Plane Crash) নিয়ে শুধু ভারতেই নয়, অন্যান্য দেশগুলিতেও চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলাদেশ, (Bangladesh) ইংল্যান্ড-সহ (England) বিভিন্ন দেশের পক্ষ থেকে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Narendra Modi on Ahmedabad plane crash: আমেদাবাদে (Ahmedabad) বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আমেদাবাদে বিপর্যয় আমাদের স্তম্ভিত ও দুঃখিত করে তুলেছে। এই হৃদয়বিদারক ঘটনা বর্ণনা করার ভাষা নেই। এই দুঃখের সময় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রয়েছে। মন্ত্রী ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। তাঁরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য কাজ করে চলেছেন।’ প্রধানমন্ত্রীর নিজের বাড়ি গুজরাটে। তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। ফলে নিজের রাজ্যে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী। তিনি উদ্ধারকার্যের বিষয়ে খোঁজ নিচ্ছেন। গুজরাট সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সাহায্য করছে কেন্দ্রীয় সরকার।

শোকপ্রকাশ রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর পাশাপাশি আমেদাবাদে এই বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘আমেদাবাদে দুঃখজনক বিমান দুর্ঘটনার কথা জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত। এটা হৃদয় বিদীর্ণ করে দেওয়া বিপর্যয়। ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা করছি এবং সমবেদনা প্রকাশ করছি। এই অবর্ণনীয় দুঃখের সময় সারা দেশ তাঁদের সঙ্গে আছে।’

 

 

শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

বৃহস্পতিবার দুপুর একটা বেজে ১৭ মিনিট নাগাদ আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ওড়ার মিনিট পাঁচেকের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। লন্ডনগামী এই বিমানে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁদের মধ্যে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার পরেই দমকল ও জরুরি বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করে। এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গুজরাট সরকারকে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়