এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে বোমাতঙ্ক, ৫ বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে হুমকি

Published : Nov 12, 2025, 07:29 PM IST
Air india express

সংক্ষিপ্ত

Delhi Blast: সোমবার সন্ধেবেলা দিল্লিতে লালকেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বুধবার একাধিক বিমান হামলার হুমকির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সব বিমানবন্দরে বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে।

DID YOU KNOW ?
উড়ানে বোমা রাখার হুমকি
বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বারাণসীগামী উড়ানে বোমা রাখার হুমকি দেওয়া হয়। যদিও নিরাপদেই বিমান অবতরণ করে।

Airports Threat: দিল্লিতে লালকেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের (Delhi Blast) জেরে সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে বুধবার সারা দেশের বিমানবন্দরগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বুধবার বারাণসীগামী (Varanasi) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) উড়ানে বোমা রাখার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পরেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে সরকার নিযুক্ত বোমার হুমকি পর্যবেক্ষণ কমিটিকে (Bomb Threat Assessment Committee) খবর দেওয়া হয়। এ বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, 'বারাণসী যাওয়ার পথে আমাদের এক উড়ানে নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়। প্রোটোকল অনুযায়ী অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। দ্রুত নিরাপত্তা বিষয়ক সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উড়ান নিরাপদেই অবতরণ করেছে। সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিমানে সত্যিই বোমা আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর তবেই এই বিমানটিকে ফের উড়ানের অনুমতি দেওয়া হবে।'

ইন্ডিগোর উড়ানেও হুমকি

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে বোমাতঙ্কের মধ্যেই ইন্ডিগোর (IndiGo) উড়ানকেও হুমকি দেওয়া হয়েছে। দেশের অন্যতম প্রধান পাঁচটি শহর দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), চেন্নাই (Chennai), হায়দরাবাদ (Hyderabad) ও তিরুঅনন্তপুরমে (Thiruvananthapuram) ইন্ডিগোর উড়ানে নিরাপত্তা সংক্রান্ত হুমকি দেওয়া হয়। ফলে এই বিমানবন্দরগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হুমকি

ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, ই-মেলের পরিবর্তে বিকল্প ডিজিট্যাল মাধ্যম ব্যবহার করে উড়ানের নিরাপত্তা বিঘ্নিত করার হুমকি দেওয়া হয়েছে। অতীতে কখনও এভাবে হুমকি দেওয়া হয়নি। বুধবার বিকেলে এই হুমকি আসার পরেই নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা নেওয়া হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ইন্ডিগোর উড়ানে হামলার হুমকি দেওয়া হলেও, এই হুমকি নেহাতই ভুয়ো বলে মনে হচ্ছে। এখনও পর্যন্ত কোনও উড়ান বা বিমানবন্দরেই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তারক্ষীরা সতর্কতা অবলম্বন করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫ শহরের বিমানবন্দরে ইন্ডিগোর উড়ানে হুমকি।
বুধবার দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ ও তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ইন্ডিগোর উড়ানে হুমকি দেওয়া হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল