
Air India Flight Crash Ahmedabad: বিমানে ছিলেন মোট ২৪২ জন। কিন্তু আমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) মৃতের সংখ্যা ২৭০ ছাড়িয়ে গেল। কারণ, বিমানটি ভেঙে পড়েছিল বি জে মেডিক্যাল কলেজের হস্টেল ও ক্যান্টিনে (BJ Medical hostel and its canteen complex)। দুপুরবেলা যাঁরা হস্টেলে ছিলেন বা ক্যান্টিনে বসে খাচ্ছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অনেকে জখমও হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু শনিবার সব লড়াই থেমে গেল। চিকিৎসকরা জানিয়েছেন, মেডিক্যাল কলেজের হস্টেল ও ক্যান্টিনে যাঁরা জখম হয়েছিলেন, তাঁদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমেদাবাদে শোক বেড়ে গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে থমথমে হয়ে আছে আমেদাবাদ।
বৃহস্পতিবার দুপুর একটা বেজে ১৭ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের (London's Gatwick airport) উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ উড়ান (Air India Flight AI 171)। বিমানবন্দর ছাড়ার মিনিট পাঁচেকের মধ্যেই ভেঙে পড়ে বিমান। মেডিক্যাল কলেজের হস্টেল ও ক্যান্টিনে যাঁরা ছিলেন, তাঁরা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, মাথার উপর ভেঙে পড়বে বিমান। তাঁরা সবাই নিশ্চিন্তে নিজেদের কাজ করছিলেন। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো এসে ভেঙে পড়ল বিমান। এই দুর্ঘটনা দেখিয়ে দিল, কোথাও সুরক্ষা নেই। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। বাকি সবার মৃত্যু হয়েছে। দু'জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বারও প্রাণ হারিয়েছেন। এছাড়া বিমানের সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই, এমন বেশ কয়েকজন ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।
শুক্রবার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ফলে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানা যাবে। তদন্তকারীরা ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখছেন। তবে এখনও সরকারিভাবে দুর্ঘটনার কারণ জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।