Air India: যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর, মাত্র ১৩০০ টাকায় পাবেন ফ্লাইটের টিকিট! কীভাবে জানুন এক ঝলকে

Published : May 16, 2025, 01:03 PM IST
air india

সংক্ষিপ্ত

Air India News: এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ, এয়ার ইন্ডিয়ায় শুরু হয়েছে নতুন এক্সপ্রেস সেল। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Air India News: আপনি কী মাঝে মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করেন (Air India Flight) তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিশেষ ফ্ল্যাশ সেল ঘোষণা করেছে। যেখানে এক্সপ্রেস লাইটের ভাড়া মাত্র ১৩০০ টাকা থেকে শুরু হচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাহলে আর দেরী কেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

এয়ার ইন্ডিয়ায় বর্তমানে কী অফার চলছে (Air India News):-

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া এয়ার লাইন্সে বিশেষ এক্সপ্রেস সেল ঘোষণা করেছে। এই অফারটি মিলবে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.airindiaexpress.com-এ। এবং এই অফারটি পাওয়া যাচ্ছে যাত্রীদের মোবাইল অ্যাপেও। যেখানে যাত্রীদের জিরো কনভেনিয়েন্য় অর্থাৎ কোনও রকম অতিরিক্ত ফি বাবদ টাকা দেওয়া লাগবে না।

এই এক্সপ্রেস লাইট সেল আসলে কী? (Air India News):-

জানা গিয়েছে, এই এক্সপ্রেস লাইট সেল আসলে চেক-ইন ব্যাগেজ ছাড়া যাত্রীদের জন্য একটি বিশেষ ভাড়া প্রকল্প। এতে যাত্রীরা কোনও রকম অতিরিক্ত ভাড়া ছাড়াই তিন কেজির অতিরিক্ত প্যাকেজ বুকিং করতে পারবেন। অতিরিক্ত ভাবে চেক-ইন ব্যাগেজের ক্ষেত্রেও এই ছাড়ের অফার প্রযোজ্য। অন্তর্দেশীয় ফ্লাইটের ক্ষেত্রে এই ১৫ কেজি ব্যাগেজের দাম ১০০০ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ২০ কেজি ব্যাগেজের দাম ১৩০০ টাকা। এই সেলে এক্সপ্রেস ভ্যালুর ভাড়াও দেওয়া হচ্ছে। যা শুরু হচ্ছে ১৫২৪ টাকা থেকে। যা প্রধান বুকিং চ্যানেল থেকে বুক করা যাবে।

লয়্যালিটি সদস্যরা বিশেষ ছাড় পাবেন (Air India News):-

এক্সপ্রেস বিজ ভাড়া এবং আপগ্রেডের উপর ২৫ শতাংশ ছাড়। গুরুমেয়ারের গরমের খাবার, আসন নির্বাচন, অগ্রাধিকার পরিষেবা এবং অতিরিক্ত লাগেজ ভাতার উপর ২৫ শতাংশ ছাড়। এই সমস্ত সুবিধা শুধুমাত্র ওয়েবসাইট এবং অ্যাপেই পাওয়া যাবে।

জানা গিয়েছে, এক্সপ্রেস বিজ হল এয়ার ইন্ডিয়ার প্রিমিয়ার অভিজ্ঞতা। যা যাত্রীদের ৫৮ শতাংশ পর্যন্ত সিট পিচ অফার করে। এই পরিষেবাটি বিমান সংস্থার নতুন ৪০টি বোয়িং। এবং প্রতি সপ্তাহে একটি করে নতুন বিমান যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়া প্রবীণ নাগরিক, ছাত্রী, ডাক্তার এবং সেনাবাহিনীর জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে।

কত দিন পর্যন্ত মিলবে এই অফার? (Air India News):-

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রে খবর, যাত্রীদের জন্য এই অফার মিলবে ১৮ মে ২০২৫ থেকে চলবে। এবং ভ্রমণের সময়কাল ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!