আপারেশন সিঁদুর ইস্যুতে ভারতের পাশে আফগানিস্তান, তালিবান নেতাদের ধন্যবাদ জানালেন জয়শঙ্কর

Published : May 16, 2025, 09:49 AM ISTUpdated : May 16, 2025, 09:50 AM IST
External Affairs Minister S Jaishankar (File Photo) (Image Credit: X/@DrSJaishankar)

সংক্ষিপ্ত

India-Afghanistan Relations: পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানানোয় আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির প্রশংসা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

India-Afghanistan Relations: বৃহস্পতিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানানোয় তিনি মুত্তাকির প্রশংসা করেছেন পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ সাধারণ নাগরিক নিহত হয়েছিল। এছাড়াও, ভারত ও আফগানিস্তানের মধ্যে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে অবিশ্বাস সৃষ্টির সাম্প্রতিক প্রচেষ্টা করেছিল পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল ভারত পাকিস্তানের মতই আফগানিস্তানের মাটিতেও হামলা চালাচ্ছে। আফগান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও বলা হয়েছিল। কিন্তু তা পুরোপুরি প্রত্যাক্ষাণ করেছিল আফগানিস্তান। আফগানিস্তানের তালিবান শাসকদের দৃঢ়তার সঙ্গে ভারতের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর।

 

 

এক্স-এ এক পোস্টে জয়শঙ্কর লিখেছেন, "আজ সন্ধ্যায় ভারপ্রাপ্ত আফগান বিদেশমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে ভালো কথোপকথন হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানানোয় তাঁর প্রশংসা করছি। মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস সৃষ্টির সাম্প্রতিক প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার জন্য তাঁকে স্বাগত জানাই।" তিনি আরও বলেছেন, "আফগান জনগণের সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং তাদের উন্নয়ন চাহিদার জন্য অব্যাহত সমর্থনের কথা তুলে ধরেছি। সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি।"

শুক্রবার, দিল্লিতে হন্ডুরাস প্রজাতন্ত্রের দূতাবাস যৌথভাবে উদ্বোধন করেন বিদেশমন্ত্রী এনরিক রেইনার সঙ্গে। দিল্লিতে হন্ডুরাস দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জয়শঙ্কর বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। জয়শঙ্কর জঘন্য পাহলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানানোয় হন্ডুরাসের প্রশংসাও করেন। তিনি সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকাশের বিরোধিতায় হন্ডুরাসের সংহতির বার্তারও প্রশংসা করেন।

"হন্ডুরাস প্রজাতন্ত্রের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী এডুয়ার্ডো এনরিক রিয়া গার্সিয়া, আজ নয়াদিল্লিতে হন্ডুরাস প্রজাতন্ত্রের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনে আপনাদের সকলের সঙ্গে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই উপলক্ষটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করে," তিনি বলেন। জয়শঙ্কর বলেন, দূতাবাসের উদ্বোধন ভারত ও হন্ডুরাসের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার জন্য ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক প্রতিশ্রুতির প্রমাণ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!