ক্রু মেম্বার-পাইলটের বচসার জেরে দেরিতে উড়ান, নয়া সিদ্ধান্ত নিতে চলেছে এয়ার ইন্ডিয়া

  • ক্রু মেম্বার-পাইলটের বচসার জেরে দেরিতে উড়ান
  • বিমান উড়ল এক ঘন্টা দেরিতে
  • ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এআই-৭২২ ফ্লাইটে 
  • ফলে স্বাভাবিকই ক্ষোভা ফেটে পড়েন বিমানের যাত্রীরা
Indrani Mukherjee | Published : Jun 20, 2019 7:05 AM IST

বিমানের ক্রু মেম্বারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক পাইলট, আর তার জেরেই প্রায় এক ঘন্টারও বেশি সময় দেরি করল এয়ার  ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে, যাত্রীদের সামনেই বচসায় জড়িয়ে পরেন ওই পাইলট এবং ক্রু-মেম্বাররা। 

ঘটনাটি বেঙ্গালুরু বিমানবন্দরের। জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এআই-৭২২ ফ্লাইটে বচসায় জড়িয়ে পড়েন বিমানের ক্রু-মেম্বার এবং পাইলট। অভিযোগ খাওয়ার পর নিজের টিফিনবাক্স ধুয়ে দিতে বলেন ওই পাইলট, আর তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই ক্রু-মেম্বাররা। দুপক্ষের কথা কাটাকাটি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, তাতেই এক ঘন্টা দেরিতে ওড়ে এই বিমান। এর ফলে স্বাভাবিকই ক্ষোভা ফেটে পড়েন বিমানের যাত্রীরা। 

Latest Videos

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। আর এই ঘটনার জেরেই বিমানে পাইলটদের খাবার বহন করা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।  যদিও তা কবে কার্যকর করা হবে সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। 

Share this article
click me!

Latest Videos

ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন Dilip Ghosh
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy