
Air India Flight Crash Ahmedabad: বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) সব ধ্বংস হয়ে গিয়েছে। প্রচণ্ড উত্তাপে যাবতীয় সামগ্রী পুড়ে গিয়েছে। কিন্তু তারই মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গেল ভাগবদ গীতা (Bhagavad Gita)। আমেদাবাদ থেকে লন্ডন (London Gatwick) যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত বিমানের এক যাত্রী সঙ্গে রেখেছিলেন গীতা। দুর্ঘটনার কবল থেকে তিনি রেহাই পাননি। তবে গীতার কোনও ক্ষতি হয়নি। হিন্দুধর্মের এই পবিত্র গ্রন্থ পুড়ে যায়নি বা ছিঁড়ে যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য শুরু হওয়ার পর একের পর এক সামগ্রী উদ্ধার হচ্ছে। এরই মধ্যে উদ্ধার হয়েছে গীতা। বিমান দুর্ঘটনার পর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১,০০০ সেন্টিগ্রেডে। এই তাপে বিমানের মধ্যে থাকা বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে গিয়েছে। কিন্তু গীতার কার্যত কোনও ক্ষতিই হয়নি। এই ঘটনা দেখে অনেকেই গীতার আধ্যাত্মিক শক্তির কথা বলছেন।
দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার উড়ানে (Air India Flight 171) ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিলেন। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানে থাকা একজন যাত্রী রক্ষা পেয়েছেন। বাকি সবারই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সবমিলিয়ে ২৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কারণ, যেখানে বিমান ভেঙে পড়েছিল, সেখানেও কয়েকজন প্রাণ হারিয়েছেন। মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে এখনও বিমানের ধ্বংসাবশেষ আটকে আছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) উদ্ধারকার্য তদারকি করতে আমেদাবাদে গিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানে থাকা ১.২৫ লক্ষ লিটার জ্বালানি পুড়ে গিয়েছে। এই কারণে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে একজন যাত্রী ছাড়া কারও প্রাণরক্ষা করা সম্ভব হয়নি। এই উত্তাপে কারও পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। দুর্ঘটনার খবর পেয়েই দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু তাঁদের সবরকম চেষ্টা বিফলে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।