দিল্লি থেকে ছাড়া স্পাইস জেটের বিমানে মাঝ আকাশে আগুন আতঙ্ক, কালো ধোঁয়া গ্রাস করল প্যাসেজ্ঞার লাউঞ্জ

Published : Jul 02, 2022, 09:48 AM IST
দিল্লি থেকে ছাড়া স্পাইস জেটের বিমানে মাঝ আকাশে আগুন আতঙ্ক, কালো ধোঁয়া গ্রাস করল প্যাসেজ্ঞার লাউঞ্জ

সংক্ষিপ্ত

বিমানের মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। যাত্রীদের অনেকে প্রায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, পাইলটের উপস্থিত বুদ্ধি বড় কোনও দুর্ঘটনা ঘটতে দেয়নি বলেই মনে করা হচ্ছে।   

দিল্লি থেকে জব্বলপুর যাচ্ছিল স্পাইস জেটের বিমানটি। টেক অফ-এর কয়েক মিনিট পর থেকেই বিমানের মধ্যে ধোঁয়া ভরে যেতে থাকে। আচমকা এমন কালো ধোঁয়ায় বিমানের প্যাসেজ্ঞার লাউঞ্জ ভরে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। যাত্রীদের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। বিমান তখন ৫ হাজার ফিট উপরে। সেখান থেকে বিমানকে দিল্লি বিমান বন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। তাঁর এই সিদ্ধান্তে প্রাণে বেঁচে গিয়েছেন ৫০ জন যাত্রী। 

 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!