Ajit Doval: ডোভালের দু-দিনের বাংলা সফর, গোপন বৈঠকে কী আলোচনা?

Published : Feb 21, 2025, 05:59 PM IST
ajit doval

সংক্ষিপ্ত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দুদিনের বাংলা সফরে রাজ্যের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠক। গোয়েন্দা সংস্থাগুলিকে সতর্ক থাকার নির্দেশ।

দুদিনের সফরে বাংলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাজ্যের একাধিক গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি।তবে রাজ্যে হঠাৎ কেন গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকের প্রয়োজন হল, এই নিয়ে চলছে শুরু হয়েছে জল্পনা। সীমান্তের চাপ যেভাবে বাড়ছে, সেই সঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারীর সমস্যার জেরে, দেশের অভ্যন্তরিণ সুরক্ষার নিয়ে প্রশ্ন উঠছে, তার নিঃষ্পত্তি ঘটাতেই বোধহয় এই গোপণ বৈঠক সারলেন অজিত ডোভাল, দাবি একাংশের।

শুধু বাংলাদেশের সমস্যা নয় দেশ জুড়ে মাথা চাড়া দিয়েছে, মাওবাদ। একদিকে জঙ্গীদের প্রবেশ, বাংলাদেশীদের অনুপ্রবেশন, সেই সঙ্গে মাওবাদ, বাংলায় সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। সেই কারণেই এই বৈঠক। এই সংগঠনগুলি কোথা থেকে আর্থিক সাহায্য পাচ্ছে। দেশের অভ্যন্তরিন কোনও সংস্থা এদের আর্থিক সাহায্য করছে কি না এই বিষয়গুলি উপর নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনাই এই বৈঠকের বিশেষ কারণ বলে জানা গিয়েছে।

এই বৈঠতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর গাফিলতির বিষয়েও আলোচনা করা হয়েছে। এমনকি হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং বেশকিছু জঙ্গী সংগঠন মাথা চাড়া দিয়েছে তাতে বাংলা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্র-র। কারণ সম্প্রতি বাংলার একাধিক এলাকা থেকে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে। এৎ ফলে গোয়েন্দা সংস্থাগুলিকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি