১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড! ক্যালকুলেটরের চেয়েও দ্রুত গতিতে মাথা চলে এই ভারতীয় বালকের

Published : Feb 21, 2025, 12:47 PM IST
teacher , school, students , math , mathematics, GOAT

সংক্ষিপ্ত

গত বছর আরিয়ান শুক্লা ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল বার করে রেকর্ড গড়েছিল সবচেয়ে কম সময়ে । এই মেধার কারণে 'হিউম্যান ক্যালকুলেটর কিড' নামে জনপ্রিয়তা বেড়েছে এই বিস্ময় বালকের। বিশ্বরেকর্ড তৈরি করার জন্য তাঁকে দুবাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল ।

মাত্র ১৪ বছরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই ভারতীয় বালকের। ক্যালকুলেটরের চেয়েও দ্রুত গতিতে চলে তার মাথা। এই বিস্ময় বালক মহারাষ্ট্রের বাসিন্দা। ৬টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড একদিনে গড়ে ফেলেছেন এই নাবালক ছেলেটি। ১৪ বছরেই এই কীর্তি দেখে ঘোর কাটছে না বহু অংকের বিশেষজ্ঞদের।

এই বিস্ময় বালকের নাম আরিয়ান শুক্লা। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, গত বছর আরিয়ান শুক্লা ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল বার করে রেকর্ড গড়েছিল সবচেয়ে কম সময়ে । এই মেধার কারণে 'হিউম্যান ক্যালকুলেটর কিড' নামে জনপ্রিয়াতা বেড়েছে এই বিস্ময় বালকের। তার ট্যালেন্ট দেখে বিশ্বরেকর্ড তৈরি করার জন্য তাঁকে দুবাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল । সেখানেও সে দেখিয়েছে তার প্রতিভা। মাত্র একদিনে ছটি বিশ্ব রেকর্ড গড়েছে।

জানা যায়, আরিয়ান সেখানে মাত্র ৩০.৯ সেকেন্ডেই ১০০টি চার অঙ্কের সংখ্যার যোগফল, সঙ্গে ১ মিনিট ৯.৬৮ সেকেন্ডে ২০০টি চার অঙ্কের সংখ্যার যোগফল, আর ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল ১৮.৭১ সেকেণ্ডে বার করে সকলকে চমকে দিয়েছে এই প্রতিভাধর বালকটি। মাত্র ৫ মিনিট ৪২ সেকেন্ডে ১০ বার ২০ অঙ্কের সংখ্যাকে ১০ অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে সময় নিয়েছে সে। এর পাশাপাশি আরিয়ান শুক্লা আরও দু'টি জটিল গাণিতিক সমাধান করে রেকর্ড করেছে । এবং সবই মনে মনে।

সাফল্যের কারণ হিসেবে বিস্ময় বালক আরিয়ান জানিয়েছে, প্রতিযোগিতার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হল প্রতিদিন অনুশীলন করা । প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা নিয়মিত অনুশীলন চলে তার। একইসঙ্গে আরিয়ান জানিয়েছে,তাঁকে শান্ত এবং মনোযোগী থাকতে সাহায্য করে যোগব্যায়াম এবং ধ্যান ।জানা গেছে, আরিয়ান বিশ্বব্যাপী সংগঠন গ্লোবাল মেন্টাল ক্যালকুলেটরস অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা বোর্ড সদস্যদের মধ্যে একজন হল আরিয়ান। সংগঠনের ওয়েবসাইট অনুসারে জানা যায়, মাত্র ছয় বছর বয়স থেকে অংক অনুশীলন করছে আরিয়ান এবং জার্মানিতে বিশ্বকাপ জিতেছে মাত্র ১২ বছর বয়সে । বিগত দিনে বহু আন্তর্জাতিক খেতাবও রয়েছে আরিয়ানের ঝুলিতে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল