Ajit Pawar: 'পাওয়ার গেমে'-এই কি উলটে যাবে মহারাষ্ট্রের রাজনীতির খেলা? আজই এনসিপি ছেড়ে শিন্ডে শিবিরে যোগদানের সম্ভাবনা অজিত পাওয়ারের

Published : Jul 02, 2023, 02:30 PM IST
Ajit Pawar

সংক্ষিপ্ত

এনসিপি (NCP) ছেড়ে শিন্ডে শিবিরে যোগদানের সম্ভাবনা অজিত পাওয়ারের।

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সর ধাক্কা। এনসিপি (NCP) ছেড়ে শিন্ডে শিবিরে যোগদানের সম্ভাবনা অজিত পাওয়ারের। সূত্রের খবর রবিবারই শিন্ডে শিবিরে যোগ দিতে পারেন বর্ষীয়ান নেতা। ইতিমধ্যেই অজিত পাওয়ার রাজভবনে পৌঁছে গিয়েছে বলেও জানা যাচ্ছে। তবে তিনি একা নন, রাজভবনে পৌঁছেছেন একগুচ্ছ অনুগামী NCP সদস্যও। রাজভবনে উপস্থিত আছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। সূত্রের খবর মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে পাওয়াকে। ২৯ জন বিধায়কের সমর্থনও তাঁর সঙ্গে আছে বলে দাবি করা হচ্ছে। রাতারাতি হতে পারে পাওয়ারের শপথ গ্রহণ। উল্লেখ্য, তার আগে তাঁকে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করতে হবে তাঁকে।

 

 

PREV
click me!

Recommended Stories

মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী
ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ