স্বামীর থেকেও ধনী সুনেত্রা পাওয়ারের মোট সম্পদের পরিমাণ জানুন, রইল সোনাদানার সম্ভারও

Published : Jan 29, 2026, 07:16 PM IST

Sunetra Pawar net assets: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়া। সুনেত্রা পাওয়ার আর্থিক দিক থেকে তাঁর স্বামীর থেকেও ধনী। জানুন তাঁর সম্পদের পরিমাণ।  সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।  

PREV
16
সুনেত্রা পাওয়ারই পরবর্তী উপমুখ্যমন্ত্রী?

মহারাষ্ট্রে জোর জল্পনা মহারাষ্ট্রের পরবর্তী উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়া। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। প্রচার বিমুখ সুনেত্রা মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রশ্ন তিনি কী রাজী হবেন স্বামীর পদে বসতে? ইতিমধ্যেই NCP নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে। অজিতের স্ত্রীকেই তাঁর পদে দেখতে চান মহারাষ্ট্রের জনতা। তেমনই দাবি এনসিপি নেতাদের।

26
সুনেত্রার পড়াশুনা

সুনেত্রা পাওয়ারের শিক্ষাগত যোগ্যতা তাঁর পেশা ও রাজনীতিতে দক্ষতার মাধ্যমেই প্রতিফলিত হয়। বি.কম অর্থাৎ বাণিজ্য বিভাগে স্নাতক তিনি। ১৯৮৩ সালে ঔরঙ্গাবাদে ডঃ বাবাসাহেব আম্বেজক মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি দক্ষ ব্যবসায়ীও।

36
স্বামীর থেকেও বড়লোক সুনেত্রা

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী স্বামী অজিত পাওয়ারের থেকেও তিনি বড়লোক। সুনেত্রার মোট সম্পদের পরিমাণ ১২৭.৬ কোটি। সেখানে অজিত পাওয়ারের মোদ সম্পদের পরিমাণ ১২৪ কোটি টাকা।

46
সুনেত্রার আয়ের উৎস

সুনেত্রা রাজনীতির পাশাপাশি কৃষি কাজ, ব্যবসা, রিয়েল এস্টেট-এগুলির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত। বাবামতি অ্যাগ্রো, টাটা স্টিল, ইনফোসিসের শেয়ার রয়েছে। তাঁর প্রচুর সোনাদানাও রয়েছে।

56
সুনেত্রার আয়ের উৎস

সুনেত্রা রাজনীতির পাশাপাশি কৃষি কাজ, ব্যবসা, রিয়েল এস্টেট-এগুলির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত। বাবামতি অ্যাগ্রো, টাটা স্টিল, ইনফোসিসের শেয়ার রয়েছে। তাঁর প্রচুর সোনাদানাও রয়েছে।

66
সোনাদানা ও গয়নার পরিমাণ

সুনেত্রার সংগ্রহে ১ কেজি সোনা আর ৩৫ কেজি রুপো রয়েছে। ব্যক্তিগত সংগ্রহে ২৮ ক্যারেটের হীরাও রয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্যয কয়েক কোটি টাকা। তিনি নারীদের কর্মসংস্থান, অর্গানিক চাষ করার জন্যও কাজ করে থাকে। তিনি শরদ পাওয়ার প্রতিষ্ঠিত একটি বিদ্যা প্রতিষ্ঠানের সক্রিয় ট্রাস্টি।

Read more Photos on
click me!

Recommended Stories