ভারতে যে কোনও সরকারি কাজ করতে হলে আধার কার্ড দরকার হয়। ব্যাঙ্ক, আয়কর বা অন্যান্য অর্থ সংক্রান্ত কাজে প্যান কার্ড দরকার হয়। ফলে এই দু'টি কার্ডই অত্যন্ত জরুরি।
আধার-প্যান লিঙ্ক করিয়েছেন? না হলে কিন্তু বড় বিপদে পড়তে হবে। এ বছরের ৩১ মার্চ আধার-প্যান লিঙ্কের শেষ দিন ছিল। কিন্তু এখনও অনেকে আধার-প্যান লিঙ্ক করাননি। ফলে যত তাড়াতাড়ি সম্ভব আধার-প্যান লিঙ্ক করাতে হবে। না হলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। সেটা হলে অনেকরকম সমস্যায় পড়তে হবে। প্যান কার্ড বাতিল হয়ে গেলে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। এছাড়া নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যাবে না, মিউচুয়াল ফান্ড করা যাবে না, টিডিএস-এর হার দ্বিগুণ হয়ে যাবে। ফলে আধার-প্যান লিঙ্ক করা জরুরি।
কীভাবে করা যাবে আধার-প্যান লিঙ্ক?
আধার-প্যান লিঙ্ক করাতে হলে https://www.incometax.gov.in/iec/foportal/ -এ যেতে হবে। এরপর আধার লিঙ্কের অপশনে যেতে হবে। সেখানে প্যান ও আধার নাম্বার দিতে হবে। আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল ফোন নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আধার-প্যান লিঙ্ক হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এই কাজ করে নিতে হবে।
ডিজিলকার ব্যবহার করছেন?
এখন অনেকেই ডিজিলকার ব্যবহার করেন। এর ফলে অনেক সুবিধা হয়। ডিজিলকারে আধার, প্যান-সহ অনেক দরকারি নথিই রেখে দেওয়া যায়। পাসপোর্টের আবেদন-সহ বিভিন্ন সরকারি কাজে ডিজিলকারে থাকা নথি দেওয়া যায়। ই-আধার, ই-প্যান বৈধ। কোনও সরকারি কাজে নথি জমা দেওয়ার দরকার হলে ডিজিলকারের অ্যাকসেস দিয়ে দিলেই চলে। এখন কেন্দ্রীয় সরকার সবকিছুই ডিজিট্যাল করে দিচ্ছে। মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপে নথি থাকলেই চলে। আলাদা করে নথি নিয়ে যাওয়ার দরকার হচ্ছে না। শুধু নির্দিষ্ট মোবাইল নাম্বারের সঙ্গে নথিগুলির লিঙ্ক থাকা দরকার। বিশেষ করে আধারের ক্ষেত্রে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। না হলে বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে সমস্যা হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Pan Aadhaar Link: প্যান আর আধার কার্ড যোগ করাতে দেরি! ১১ কোটি মানুষের জরিমানায় মোদী সরকারের বিপুল আয়
প্যান কার্ড নিয়ে এবার বড় ঘোষণা, এই কাজটি না করলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা