এনআরসি-তে আবেদনের নাম্বার না থাকলে আধার নয়, কঠোর বার্তা অসমের মুখ্যমন্ত্রীর

অসমে এনআরসি নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়েছে। তবে তাতে পিছু হঠছেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি অনুপ্রবেশ রোখা এবং বিদেশিদের চিহ্নিতকরণের জন্য কঠোর অবস্থান নিচ্ছেন।

Soumya Gangully | Published : Sep 8, 2024 3:12 AM IST / Updated: Sep 08 2024, 09:23 AM IST

অসমে আধার কার্ডের জন্য আবেদন করতে হলে এখন থেকে জাতীয় নাগরিক পঞ্জীকরণে (এনআরসি) আবেদনের রিসিপ্ট নাম্বার উল্লেখ করতে হবে। এনআরসি-তে আবেদনের নাম্বার ছাড়া কাউকে নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। এমনই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই এই পন্থা নিচ্ছে সরকার। সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমে মোট জনসংখ্যার চেয়ে আধার কার্ডের আবেদনকারীদের সংখ্যা বেশি। এর ফলে আধার কার্ডের আবেদনকারীদের নাগরিকত্ব ও পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে। অসমের অন্তত চারটি জেলায় সরকারি হিসেবে বাসিন্দাদের সংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বেশি। এই কারণে রাজ্য সরকার উদ্বেগে আছে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

ধুবড়ি জেলা নিয়ে চিন্তায় অসম সরকার

Latest Videos

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ধুবড়ি জেলায় জনসংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বেশি। হয়তো সন্দেহজনক ব্যক্তিরা আধার কার্ড পেয়েছে। আধার কার্ডের জন্য যত লোক আবেদন করেছে, তা অসমের জনসংখ্যার চেয়ে বেশি। এর ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সন্দেহজনক নাগরিকরা আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নতুন করে যারা আধার কার্ডের জন্য আবেদন করবে, তাদের এনআরসি-তে আবেদনের রিসিপ্ট নাম্বার দিতে হবে। অসমে আধার কার্ড পাওয়া সহজ হবে না। নতুন আধার কার্ড পাওয়ার পদ্ধতি কঠোর করছে রাজ্য সরকার।’

আধার নিয়ে কড়া অবস্থান

অসমের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, 'কেউ যদি এনআরসি-তে আবেদন না করেন, তাহলে নতুন করে আধার কার্ড পাবেন না।' এ বিষয়ে ১০ দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে পারে অসম সরকার। ১ অক্টোবর থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের আধার কার্ডের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করা হচ্ছে। তবে চা বাগান অঞ্চলগুলিতে এই নিয়ম কার্যকর হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতে আগুন লাগানোর চেষ্টা করবেন না,' মমতাকে তোপ হিমন্ত বিশ্বশর্মার

Panchayat Election Violence: ১৩৩ জন বিজেপি কর্মীকে অসমে আশ্রয়, হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী

আরও বাড়ল অসমের মুখ্যমন্ত্রীর সুরক্ষা, দেশের যে কোনও জায়গায় Z+ সুরক্ষা পাবেন হিমন্ত বিশ্বশর্মা

Share this article
click me!

Latest Videos

'Literally আমাদের ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে' বিস্ফোরক চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ | R G Kar Protest
'সবে দুজন গেল লম্বা হবে লাইন', সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেফতারিতে মন্তব্য Sukanta Majumdar-এর
পিছিয়ে নেই গ্রামের মহিলারাও, আর জি করের বিচারের দাবিতে পথে কুলতলির মৈপিঠের নাগরিক সমাজ | RG Kar
দক্ষিণ ২৪ পরগনায় ভীষণ দুর্যোগ, উপকূলবর্তী এলাকায় মাইকিং সতর্কতা | Heavy Rain in South 24 Parganas
RG Kar Protest Live : কালীঘাটে ভেস্তে গেল মমতা-ডাক্তারদের সঙ্গে বৈঠক, দেখুন