চারজনেরই চরম শাস্তি, ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দণ্ডাদেশ দিল আদালত

  • দোষী সাব্যস্ত চারজনেরই মৃত্যুদণ্ড হল
  • ২০০৮ সালে জয়পুরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় লিপ্ত ছিল
  • ওই ঘটনায় ৭০ জনের মৃত্যু হয়েছিল
  • ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮৫ জন

 

amartya lahiri | Published : Dec 20, 2019 11:47 AM IST

জয়পুরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত চারজনকেই শুক্রবার জয়পুরের এক বিশেষ আদালত মৃত্যুদণ্ড দিল। ওই ঘটনায় প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছিল, এবং আরও ১৮৫ জন আহত হয়েছিলেন।  

২০০৮ সালের ১৩ ই মে পরপর আটটি সিরিয়াল বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল  জয়পুর। ওই ঘটনায় মহম্মদ সইফ, মহম্মদ সারওয়ার আজমি, মহম্মদ সলমন এবং সইফুরেহমান আনসারি-কে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবারেই তাঁদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন চারজনকেই ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।

প্রথম আসামি মহম্মদ সইফ ওরফে ক্যারিয়ন, মানাক চক থানায় বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। দ্বিতীয় আসামি মহম্মদ সারওয়ার আজমি দোষী সাব্যস্ত হয়েছে চাঁদপোলের হনুমান মন্দিরে বিস্ফোরণের জন্য। তৃতীয় আসামি মহম্মদ সলমন সাঙ্গানেরি হনুমান মন্দিরে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। সাইফুর ওরফে সাইফুরেহমান আনসারি ছিল অন্যতম মাথা। অন্তত পাঁচটি স্থানে বোমা রাখার দোষে দোষী সাব্যস্ত হয়েছে।

Share this article
click me!