'অনিয়ম হয়েছে', মেনে নিয়ে সমস্ত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

Published : Mar 06, 2025, 02:02 PM IST

অনিয়মের অভিযোগ ওঠায় নিয়োগ বাতিল করল ভারতীয় রেলওয়ে বোর্ড। ভারতীয় রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে এই কথা জানান হয়েছে। 

PREV
110
বাতিল নিয়োগ

অনিয়মের অভিযোগ ওঠায় নিয়োগ বাতিল করল ভারতীয় রেলওয়ে বোর্ড। ভারতীয় রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে এই কথা জানান হয়েছে।

210
কোন পদ নিয়োগ বাতিল

রেল বোর্ড সূত্রের খবর,৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

310
নির্দেশিকা পাঠানো হয়েছে

বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠান নির্দেশিকায় এমনই জানান হয়েছে।

410
নিয়োগ বাতিলের কারণ

সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

510
পরবর্তী নিয়োগ

নির্দেশিকায় আরও বলা হয়েছে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।

610
নিয়োগ বাতিলের কারণ

সম্প্রতি বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মোগলসরাই) থেকে পূর্ব-মধ্য রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার এবং ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

710
বড় পদক্ষেপ রেলের

সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি)-কে।

810
আগে পরীক্ষা হত

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা রেলওয়ে বিভাগ এবং জোনগুলিতে অভ্যন্তরীণভাবে অনুষ্ঠিত হত

910
দুর্নীতির অভিযোগ

সম্প্রতি বিভাগীয় পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এই পদক্ষেপ বলেও মনে করেছে অনেকে।

1010
আপাতত কাজ নেই

রেলের এই কঠিন পদক্ষেপে আপাতত প্রচুর চাকরিপ্রার্থীর মাথায় হাত পড়েছে।

click me!

Recommended Stories