DA Hike: ১৪ মার্চের আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি? মন্ত্রিসভার বৈঠকে কী কোনও সিদ্ধান্ত হল

Published : Mar 06, 2025, 11:56 AM IST

২০২৫ সালে ১৪ মার্চ গোটা দেশে পলিত হবে হোলি। কেন্দ্রীয় সরকার তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন ডিএ ঘোষণা করতে পারে। তেমনই অনুমান সরকারি কর্মীদের। 

PREV
111
১৪ মার্চ হোলি

২০২৫ সালে ১৪ মার্চ গোটা দেশে পলিত হবে হোলি। কেন্দ্রীয় সরকার তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন ডিএ ঘোষণা করতে পারে। তেমনই অনুমান সরকারি কর্মীদের।

211
বুধবার মন্ত্রিসভার বৈঠক

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেননি সদস্যরা।

311
২বার ডিএ ঘোষণা

কেন্দ্রীয় সরকার সাধারণ বছরে দুইবার ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে। জানুয়ারি ও জুলাই মাসে।

411
ছকবদল

তবে গত কয়েকবার কেন্দ্রীয় সরকার জানুয়ারির পরিবর্তে মার্চে ডিএ ঘোষণা করেছিল। আর জুলাইয়ের পরিবর্তে অক্টোবর।

511
মার্চে ডিএ ঘোষণা

আর সেই কারণে মার্চ মাসে মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে বলেও মনে করছে সরকারি কর্মীরা।

611
গতবছর হোলির আগে ডিএ

গত বছর অর্থাৎ ২০২৪ সালে হোলির আগে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছিল। তাই এবারও হোলির আগেই ডিএ ঘোষণা করতে পারে বলেও মনে করছেন অনেকে।

711
কত শতাংশ ডিএ?

কেন্দ্রীয় সরকার গত দুই বার ৩ শতাংশ করে ডিএ ঘোষণা করেছে। তাই এবারও সপ্তম বেতন কমিশনের অধীনে ৩ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে।

811
অষ্টম বেতন কমিশনের সুপারিশ

চলতি বছর জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে।

911
ডিএর হার

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। হোলির আগে ৩ শতাংশহারে ডিএ বাড়লেও তাঁরা ৫৬ শতাংশ হারে ডিএ পাবেন।

1011
রাজ্যের বেতন কমিশন

বাংলার সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ট বেতন কমিশনের অধীনে ডিএ আর বেতন পান। সপ্তম বেতন কমিশনের দাবি দীর্ঘ দিনের।

1111
বকেয়া ডিএ

রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই বকেয়া ডিএর দাবিতে সরব। বাজেটি ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকার। তাতে সরকারি কর্মীদের একাংশ তুষ্ট হলেও অন্যরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

click me!

Recommended Stories