দেশের সব জায়গা থেকেই এবার দেওয়া যাবে ভোট, জাতীয় ভোটার দিবসে রিমোর্ট ভোটিং চালুর ঘোষণা কমিশনের

  • দেশের যে কোনও প্রান্ত থেকেই এবার দেওয়া যাবে ভোট
  • জাতীয় ভোটার দিবসে নতুন পদক্ষেপ কমিশনের 
  • ভোট দিতে আর নির্দিষ্ট রাজ্যে ছুঁটে আসা নয় 
  • চালু হতে চলেছে রিমোর্ট ভোটিং ব্যবস্থা 

নিজের ভোট দানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুঁটে আসা নির্দিষ্ট কেন্দ্রে। নয়তো ভোট বাতিল, ভোট নষ্ট। তাই এই দিন হাজার হাজার মানুষ চেষ্টা করেন নানা জটিলতা সত্ত্বেও নিজের স্থানে এসে ভোটাধিকার গ্রহণ করার। কিন্তু অনেকে আবার এমনও থেকে যান, যাঁরা দুরত্বের কারণ বশতই হোক বা অন্যান্য সমস্যার কারণে ইচ্ছে থাকলেও নিজের ভোট দান করে উঠতে পারেন না। 

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনাবিভাগের বিশেষ উপহার, এবার এক ক্লিকেই মিলবে প্যারেড-লাইফ যাবতীয় তথ্য

Latest Videos

ভোটাধিকার সকলের রয়েছে, জাতীয় ভোটার দিবসে তাই মানুষের সেই অধিকার যাতে আর খর্ব না নয়, সেই দিকে লক্ষ্য রেখেই নয়া ঘোষণা করল কমিশন। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হল এবার চালু করা হবে রিমোর্ট ভোটিং। দেশের যে কোনও প্রান্তে বসেই এবার ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি দিতে পারবেন নিজের নির্দিষ্ট ভোট। এর জন্য কাজে লাগানো হবে রিমোর্ট ভোটিং সিস্টেমকে। উন্নত প্রযুক্তি ব্যবস্থাকে হাতিয়ার করেই এবার সাধারণের ভোট দেওয়ার অধিকারকে প্রসারিত করা হচ্ছে।

 

 

২৫ জানুযারি জাতীয় ভোটার দিবস, এই দিনের ঠিক একদিন আগেই রবিবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান রিমোর্ট ভোটিং-এর কথা। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। সেই নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে। তারই মাঝে নয়া ঘোষণা কমিশনের। চলছে তারই প্রস্তুতি। শীঘ্রই শুরু হবে ট্রায়াল। জাতীয় ভোটার দিবসের আগে এমনই খবর প্রকাশ্যে এনে কমিশনের তরফ থেকে জানানো হয়, ভোটের ব্যবস্থা সরল করার জন্য ও সুবিধের করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া। 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর