সূত্রের খবর নবজাতকদের স্বাগত জানানোর অনুষ্ঠানে প্রায় ৩০০ কেজি সোনা দান করবে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসবে ক্যাটারার। এছাড়া ভারতের সেরা মন্দিগুলি, যেমন তিরুপতি বালাজি মন্দির- তিরুমালা, শ্রীনাথজি- নাথদ্বারা, এবং শ্রী দ্বারকাধীশ মন্দির থেকে বিশেষ প্রসাদ আনানো হবে।