আম্বানি পরিবারে নতুন সদস্যদের আগমন, নবজাতকদের স্বাগত জানাতে এলাহি আয়োজন অ্যান্টিলিয়ায়

পরিবারের নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছে আম্বানি দম্পতি। এলাহি আয়োজনে অ্যান্টিলিয়ায় নাতি নাতনীদের নিয়ে এলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। বড়দিনের মুখেই সুই যমজ সন্তান নিয়ে মুম্বই এলেন আম্বানি-কন্যা ঈশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামল।

Web Desk - ANB | Published : Dec 24, 2022 10:38 AM IST
110

চলতি বছরের ১৯ নভেম্বরই খুশির খবর আসে আম্বানি পরিবারে। যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি। তার একমাস পরেই যজম সন্তান কৃষ্ণ ও আদিয়াকে নিয়ে মুম্বই এলেন ঈশা ও আনন্দ। 

210

 নাতি নাতনিদের নিয়ে আনন্দে মেতে উঠেছেন বিশ্বের অন্যতম ধনি ব্যবসায়ী মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নিতা আম্বানি। দুই শিশুকে স্বাগত জানাতে এলাহি আয়োজন আম্বানি ভবনে। আলোয় সেজে উঠেছে অ্যান্টিলিয়ায় ভবন ও করুণা সিন্ধু। ঈশা আম্বানিকে এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এলেন তাঁর ভাই আকাশ আম্বানি। 

310

২৪ ডিসেম্বর মেয়ে জামাই ও নাতি নাতনিদের স্বাগত জানাতে এক এলাহি অনুষ্ঠানেরও আয়োজন করেছেন আম্বানি দম্পতি। সূত্রের খবর, কাতার থেকে ব্যাক্তিগত বিমানে মুম্বই পৌঁছেছেন আম্বানি কন্যা। এই বিমানও নাকি পাঠিয়েছিলেন স্বয়ং কাতারের আমির নিজে। উল্লেখ্য তিনি আম্বানি পরিবারের ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। 

410

কাতার থেকে মুম্বই পাড়ি দেওয়ার পথে বিমানে ঈশা আম্বানির সঙ্গে ছিলেন উচ্চ প্রশিক্ষিত ডাক্তাররাও।  লস অ্যাঞ্জেলেসেও ডাক্তারদের সঙ্গে নিয়েই ভ্রমণ করেছিলেন ঈশা ও তাঁর দুই সন্তান। 
 

510

 বিমানে শিশুদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয় নজর রাখার জন্য উপস্থিত ছিল ডাক্তারদের একটি বিশেষ দল। এই দলে ছিলেন আমেরিকার অন্যতম সেরা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গিবসনও। এছাড়া শিশুদের দেখাশোনার জন্য আমেরিকা থেকে আনা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত আটজন আমেরিকান ন্যানি এবং নার্স। 

610

ঈশা আম্বানির জমজ শিশু কৃষ্ণা ও আদিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত ঈশা আম্বানির ওরলির বাসভবন করুণা সিন্ধুও। নবজাতকদের জন্য ২৫ ডিসেম্বর একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে সেখানে। জানা যাচ্ছে সারা ভারত থেকে বিশিষ্ট পুরোহিতদের এই পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছেন। 

710

সূত্রের খবর নবজাতকদের স্বাগত জানানোর অনুষ্ঠানে প্রায় ৩০০ কেজি সোনা দান করবে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসবে ক্যাটারার। এছাড়া ভারতের সেরা মন্দিগুলি, যেমন তিরুপতি বালাজি মন্দির- তিরুমালা, শ্রীনাথজি- নাথদ্বারা, এবং শ্রী দ্বারকাধীশ মন্দির থেকে বিশেষ প্রসাদ আনানো হবে। 

810

নবজাতকদের জন্যও এলাহি আয়োজন করা হয়েছে আম্বানি ভবনে নাতি নাতনির থাকার জন্য বিলাশবহুল ঘরের আয়োজন করেছে মুকেশ ও নীতা আম্বানি। ঘূর্ণায়মান বিছানা এবং স্বয়ংক্রিয় ছাদে বাচ্চাদের নার্সারি তৈরি ইত্যাদি নানা বিলাসিতার সামগ্রী থাকছে। 

910

করুণা সিন্ধু এবং অ্যান্টিলিয়ার এই নার্সারিটি ডিজাইন করেছে পার্কিন্স অ্যান্ড উইল। শুধু তাই নয় নবজাতকদের জন্য BMW দ্বারা ডিজাইন করা বিশেষ গাড়ির সিটও থাকবে। 

1010

কৃষ্ণ ও আদিয়ার জন্য জামাকাপর ডিজাইন করানো হয়েছে ডলস অ্যান্ড গাব্বানা, গুচি এবং লোরো পিয়ানার মতো ফ্যাশন হাউসের থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos