বিজয় দিবসে ওয়ার মেমোরিয়ালে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, ৭১-এর যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানান তিনি

৭১-এর বাংলাদেশরে মুক্তিযুদ্ধের যুদ্ধের ৫১ তম বর্ষপূর্তি আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর।  ভারতের কাছেও চিরস্মরণীয়।এই বিশেষ দিনে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রেশখর ওয়ারমেমোরিয়ালে যান। যুদ্ধের শহিদ সেনাদের শ্রদ্ধা জানান।

 

Web Desk - ANB | Published : Dec 16, 2022 12:31 PM IST
110
বিজয় দিবস


এই দিনেই ভারতের কাছে পরাজয় বরণ করেছিল পাকিস্তান। তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। দিনটি বাংলাদেশের পাশাপাশি ভারতের কাছেও গুরুত্বপূর্ণ। যুদ্ধে ভারতেরও প্রচুর ক্ষতি হয়েছিল। কিন্ত ভারতীয় সেনারা যুদ্ধে সাফল্য অর্জন করেছিল। 
 

210
কেন্দ্রীয় মন্ত্রীর শ্রদ্ধা


এই বিশেষ দিনে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান শহিদদের। তিনি প্রথমেই শহিদবেদীতে মাল্যদান করেন। কথা বলেন সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে।

310
কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত


কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান সেনা বাহিনীর কর্তাব্যক্তিরা। দীর্ঘ সময় রাজীব চন্দ্রশেখর ছিলেন ওয়ার মোমোরিয়ালে। সেখানেই তিনি বিজয় দিবসে নিহতদের কথা স্মরণ করেন। 

410
ভিজিটরস বুকে নিজের মতামত


এদিন ওয়ার মেমোরিয়ালে কেন্দ্রীয় মন্ত্রী ভিজিটরস বুকে নিজের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তবে তাঁর এই সফর ছিল ব্যক্তিগত।

510
৭১এর যুদ্ধে পাকিস্তানের হার


ব্রিটিস বাটোয়ারা অনুযায়ী তৎকালীন পূর্ব পাকিস্তান বা আধুনিক বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল লাহোরের হাতে। কিন্তু পাক শাসকদের তীব্র অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল বাংলাদেশের মানুষ। শুরু হয়েছিল মুক্তি যুদ্ধ। তাতে পূর্ণ সহযোগিতা করেছিল ভারত। 
 

610
যুদ্ধের ইতিহাস


আন্তর্জাতিক সূত্র অনুযায়ী ১৯৭১ সালে ত৩ ডিসেম্বর ১১টি ভারতীয় এয়ারবেসে পাকিস্তান হানা দিতে অপারেশন চেঙ্গিস খাঁ নামে যুদ্ধের সূচনা গয়। ভারত সরাসরি জডিয়ে পড়ে পরে বাংলাদেশের মুক্তি যুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 
 

710
স্বল্পদৈর্ঘ্যের যুদ্ধ


কারণ ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলেছিল এই যুদ্ধ।আন্তর্জাতিক যুদ্ধের ইতিহাসে এটি স্বল্পদৈর্ঘ্যের একটি যুদ্ধ মাত্র। কিন্তু এই য়ুদ্ধ একদিনে ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। বাংলাদেশ সৃষ্টি করেছিল। পাল্টা পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে কাঠগড়ায় দাড় করিয়েছিল। 
 

810
পাকিস্তানের আত্মসমর্পণ


পাকিস্তান সামরিক বাহিনীর পূর্ব কমান্ড ঢাকায় আত্মসমর্পণ করে। শেষ হয় যুদ্ধের। নতুন ভোর দেখে বাংলাদেশ। যুদ্ধ বন্দি হয় ৯৭ হাজারেরও বেশি মানুষ। যারমধ্যে পাকিস্তান বাহিনীর সদস্য ছিল ৭৯ হাজার ৭০০। 
 

910
বাংলাদেশের ওপর অত্যাচার


বাংলাদেশের দাবি যুদ্ধের আগে ও যুদ্ধের মধ্যে ৩ লক্ষেরও বেশি সাধারণ মানুষ খুন হয়েছে। ৪ লক্ষেরও বেশি মহিলাকে ধর্ষণ করেছিল পাকিস্তান বাহিনী। প্রায় ১ কোটি মানুষ য়ুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল। 
 

1010
ভারতীয় শহিদ


বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ১২ হাজার ভারতীয় শহিদ হয়েছিলেন। ৭১-এর যুদ্ধ জয়ের পর ৬০০ জন বীরত্বের সম্মানে সম্মানিত হন
৪ জন পরমবীরচক্র, ৭৬ জন মহাবীরচক্র এবং ৫১৩ জন বীরচক্র পেয়েছিলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos