ভোটের মধ্যেই ভাইপোর হাত ছাড়লেন পিসি, সরিয়ে দেওয়া হল দলের উত্তরসূরীর পদ থেকে

Published : May 07, 2024, 11:20 PM IST
akash anand

সংক্ষিপ্ত

মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে বিএসপির জাতীয় সমন্বয়কারী বিসেবে নিযুক্ত করা হয়েছিল। আন্দোলনকে গতি দেওয়ার জন্য উত্তরসূরি ঘোষণাও করা হয়েছিল। 

ভোটের মধ্যেই চরম সিদ্ধান্ত নিলেন পিসি। ছেড়ে দিলেন ভাইপোর হাত। বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। মঙ্গলবার তৃতীয় দফা ভোটের শেষেই মায়াবসী ঘোষণা করেছেন তিনি তাঁর ভাইপো আকাশ আনন্দকে তাঁর উত্তরসূরি ও দলের জাতীয় সমন্বয়কারীর পদ থেকে আপাতত সরিয়ে দিচ্ছে। ভাইপো রাজনৈতিকভাবে আরও পরিণত না হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন মায়াবতী। সেখানেই তিনি বলেছেন, ডক্টর বিআর আম্বেদকরের আদর্শ ও সামাজিক পরিবর্তনের জন্য চলমান আন্দোলনের প্রতি তাঁর দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আকাশ আনন্দকে বিএসপির জাতীয় সমন্বয়কারী বিসেবে নিযুক্ত করা হয়েছিল। আন্দোলনকে গতি দেওয়ার জন্য উত্তরসূরি ঘোষণাও করা হয়েছিল। তবে দল ও আন্দোলনের বৃহত্তর স্বার্থে, রাজনৈতিকভাবে আরও পরিণত না হওয়া পর্যন্ত তাঁকে গুরু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আকাশকেসরিয়ে দেওয়া হচ্ছে। আকাশের পরিবর্তে দায়িত্বে থাকছে আকাশের বাবা তথা মায়াবতীর ভাই আনন্দ কুমার।

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের দিনেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মায়াবতী। আকাশ আনন্দকে ২০১৯ সালে বিএসপির জাতীয় সমন্বয়কারী করা হয়েছিল। বছর খানেক আগে ডিসেম্বরে লক্ষ্মৌতে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে আকাশকে মায়াবতী তাঁরই উত্তরসূচি হিসেবে ঘোষণা করেছিলেন। রাজ্যের যেসব জায়গার সংগঠন দুর্বল সেই স্থানগুলি তাঁর দায়িত্বে দেওয়া হয়েছিল।

তবে আকাশকে সরিয়ে দেওয়ার আর কোনও কারণ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে গত মাস সীতাপুরে নির্বাচনী সমাবেশে আকাশ আপত্তিকর ভাষা ব্যবহার করেছিল। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছিল। সমাবেশে তিনি যোগী সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, এই সরকার বুলডোজারের সরকার বিশ্বাসঘাতকদের সরকার। যে দল তরুণদের ক্ষুধার্ত রাখে আর বয়স্কদের দাসে পরিণত করে - তারা সন্ত্রাসবাদী সরকার। বিজেপি সরকারকে তিনি তালিবানন সরকারের সঙ্গে তুলনা করেছিলেন।

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব