Amit Shah: রাজ্য থেকে পাকিস্তানি নাগরিক উৎখাতের নির্দেশ, কী করতে হবে মুখ্যমন্ত্রীদের? জানিয়ে দিলেন শাহ

Published : Apr 25, 2025, 03:34 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Amit Shah on Pakistan Issue: পাক জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। বাংলা, দেশ-বিদেশ সব মিলিয়ে মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে খুন হয়েছেন ২৬ জন পর্যটক। তারপর থেকেই পাক সরকারের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। এক আঙুলও ছেড়ে কথা বলবে না ভারত।                 

Amit Shah on Pakistan Issue: পাক জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। বাংলা, দেশ-বিদেশ সব মিলিয়ে মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে খুন হয়েছেন ২৬ জন পর্যটক। তারপর থেকেই পাক সরকারের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। এক আঙুলও ছেড়ে কথা বলবে না ভারত। ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার দেশের বিভিন্ন রাজ্য থেকে পাকিস্তানী নাগরিকদের তাড়াতে (যারা সার্কের অধীনে ভিসায় এদেশে রয়েছেন) সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কড়া বার্তা দিলেন মোদীর ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah on Pakistan Issue)।

দেশের বিভিন্ন রাজ্য থেকে পাকিস্তানী তাড়াতে পদক্ষেপ অমিত শাহের (Amit Shah on Pakistan Issue):-

সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, যাতে তারা অবিলম্বে পাকিস্তানের নাগরিকদের শনাক্ত করে নিজ নিজ রাজ্য থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহন করেন। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সরকারি উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাদের নিজ নিজ রাজ্য থেকে পাকিস্তানী নাগরিকদের তাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও রাজস্থানকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত সরকার সমস্ত পাকিস্তানি নাগরিককে আগামী ২৭ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, যেসব পাকিস্তানি নাগরিক চিকিৎসা ভিসায় ভারতে রয়েছেন, তারা অতিরিক্ত দুইদিন সময় পাবেন, তবে তাদের ২৯ এপ্রিলের মধ্যে দেশত্যাগ করতে হবে।

এছাড়াও পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর ক্যাবিনেট বৈঠকে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সঙ্গে সঙ্গে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি ভারত সরকার নিজের দেশের নাগরিকদেরও পাকিস্তান ভ্রমণ না করার জন্য আবেদন জানিয়েছে।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর পুলিশ বুধবার পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা চালানোর ঘটনায় সন্ত্রাসীদের স্কেচ প্রকাশ করেছে, যে হামলায় ২৬ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই পর্যটক। পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেছে এবং ওই বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া বিবরণের ভিত্তিতে তাদের স্কেচ প্রকাশ করেছে। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, এই হামলায় চার জঙ্গি জড়িত ছিল। এই চারজনের মধ্যে দু'জন পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারী এবং দু'জন স্থানীয় কাশ্মীরের বাসিন্দা যারা তাদের সহায়তা করেছিল বলে অভিযোগ রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়