পহেলগাঁও-তে জঙ্গিদের গুলিতে প্রয়াতদের শ্রদ্ধা জানালেন অমিত শাহ, দেখে নিন সেই সকল ছবি

Published : Apr 23, 2025, 04:44 PM IST

পহেলগাঁও শ্রদ্ধাঞ্জলি : পহেলগাঁও-র শান্ত উপত্যকায় সন্ত্রাসী হামলায় সারা দেশ শোকাহত। চারিদিকে শোকের ছায়া। হামলায় প্রাণ হারানো ২৮ জনকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি মৃত্যুর হিসাব নেওয়া হবে। 

PREV
15
পহেলগাঁও হামলার শিকারদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শ্রীনগরে পহেলগাঁও হামলায় (Pahalgam Attack) নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বৈশরন উপত্যকায় গিয়ে হামলার শিকার পরিবারের সঙ্গে কথা বলেন।

25
প্রথমে শ্রদ্ধাঞ্জলি, পরে বৈশরনে শাহ
এই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ কন্ট্রোল রুমে শোকসভার আয়োজন করা হয়। অমিত শাহ হেলিকপ্টারে ১১০ কিমি দূরে বৈশরন উপত্যকায় যান।
35
প্রতিটি মৃত্যুর হিসাব নেব- অমিত শাহ
সন্ত্রাসীদের কাপুরুষোচিত কাজের নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দোষীদের ছাড় দেওয়া হবে না।
45
ভারত সন্ত্রাসের সামনে মাথা নত করবে না
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন, 'পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা। ভারত সন্ত্রাসের সামনে মাথা নত করবে না।'
55
পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলা, ২৮ জনের মৃত্যু

জম্মু-কাশ্মীরের 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত পহেলগাঁও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। মঙ্গলবার, ২২ এপ্রিল পর্যটকদের উপর গুলि চালায় সন্ত্রাসীরা।

click me!

Recommended Stories