পহেলগাঁও শ্রদ্ধাঞ্জলি : পহেলগাঁও-র শান্ত উপত্যকায় সন্ত্রাসী হামলায় সারা দেশ শোকাহত। চারিদিকে শোকের ছায়া। হামলায় প্রাণ হারানো ২৮ জনকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি মৃত্যুর হিসাব নেওয়া হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শ্রীনগরে পহেলগাঁও হামলায় (Pahalgam Attack) নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বৈশরন উপত্যকায় গিয়ে হামলার শিকার পরিবারের সঙ্গে কথা বলেন।
25
প্রথমে শ্রদ্ধাঞ্জলি, পরে বৈশরনে শাহ
এই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ কন্ট্রোল রুমে শোকসভার আয়োজন করা হয়। অমিত শাহ হেলিকপ্টারে ১১০ কিমি দূরে বৈশরন উপত্যকায় যান।
35
প্রতিটি মৃত্যুর হিসাব নেব- অমিত শাহ
সন্ত্রাসীদের কাপুরুষোচিত কাজের নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দোষীদের ছাড় দেওয়া হবে না।