এবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ! বললেন, 'আসলে কংগ্রেসই আম্বেদকর-বিরোধী'

আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

বি আর আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিযোগ উঠছিল, বি আর আম্বেদকরকে অপমান করেছেন। 

তবে কংগ্রেস তাঁর কথা বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। লোকসভায় বিভিন্ন মতামত থাকা স্বাভাবিক। বিজেপি সংবিধান মেনে চলে বলে দাবি করে অমিত শাহ কংগ্রেসকে আম্বেদকর-বিরোধী দল বলে তীব্র আক্রমণ করেছেন। 

Latest Videos

এমঙনকি, রুরি অবস্থা জারি করে কংগ্রেসই আম্বেদকরকে অপমান করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সেইসঙ্গে, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, খড়গে যদি তাঁর পদত্যাগ দাবি করে আনন্দ পান, তাহলে তিনি তা করতেই পারেন বলেও মন্তব্য করেছেন অমিত শাহ।

বি আর আম্বেদকরকে অমিত শাহ অপমান করেছেন বলে অভিযোগ তুলে কংগ্রেসের হট্টগোলে বুধবার লোকসভা এবং রাজ্যসভা কার্যত অচল হয়ে পড়ে। রাজ্যসভায় গতকাল অমিত শাহর বক্তব্যের প্রতিবাদেই এই হট্টগোল হয় বলে জানা গেছে। আম্বেদকর, আম্বেদকর বলে বারবার উচ্চারণ করা কংগ্রেসের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছিলেন অমিত শাহ। এতবার ভগবান বললে অন্তত মোক্ষ লাভ হত বলে তিনি মন্তব্য করেন।

এদিকে রাহুল গান্ধী-সহ কংগ্রেস সাংসদরা বি আর আম্বেদকরের ছবি নিয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর পর দুই কক্ষেই এই বিষয়টি উত্থাপন করেন। ওদিকে আবার আম্বেদকরকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি কংগ্রেস, এখন ভন্ড আম্বেদকর-প্রেম দেখাচ্ছে বলে রাজ্যসভায় পাল্টা আক্রমণ শানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar