'অসমে জেলের ভাত খেতে হয়েছে ৭ দিন', অতীতের ভয়ঙ্কর স্মৃতির কথা বলেন অমিত শাহ

Amit Shah at Assam:Amit Shah at Assam: অসমের (Assam) জেলে আটকে রাখা হয়েছিল। জেলের ভাত খেয়ে হয়েছিল টানা সাতদিন। অতীত দিনের ভয়ঙ্কর স্মৃতির কথা স্মরণ করলেন অমিত শাহ (Amit Shah)। তিনি উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছে।

 

Amit Shah at Assam: অসমের (Assam) জেলে আটকে রাখা হয়েছিল। জেলের ভাত খেয়ে হয়েছিল টানা সাতদিন। অতীত দিনের ভয়ঙ্কর স্মৃতির কথা স্মরণ করলেন অমিত শাহ (Amit Shah)। তিনি উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছে। শনিবার ছিলেন অসমে। সেখানেই তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকিয়ার সময়ে তাঁর ওপর হওয়া অত্যাচারের কথা স্মরণ করেন। তিনি বলেন,'অসমের কংগ্রেস সরকারের সময় তাঁকে মারধর করা হয়েছিল। রাজ্যে সাত দিন জেলের খাবার খেতে হয়েছিল।'

অমিত শাহ গেরগাওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানেই তিনি পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, কংগ্রেস অসমে শান্তি স্থাপন করতে দেয়নি। তিনি বলেন, 'আসামে কংগ্রেস সরকার আমাকেও মারধর করেছে। হিতেশ্বর সাইকিয়া আসামের মুখ্যমন্ত্রী ছিলেন এবং আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতাম যে 'আসাম কি গালিয়াঁ সুনি হ্যায়, ইন্দিরা গান্ধী খুনি হ্যায়'। আমিও আসামে সাত দিন জেলের খাবার খেয়েছি এবং সারা দেশের মানুষ আসামকে বাঁচাতে এসেছিল। আজ আসাম উন্নয়নের পথে এগিয়ে চলেছে।' হিতেশ্বর সাইকিয়া ১৯৮৩-১৮৮৫ সাল ও ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত দুই মেয়াদে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Latest Videos

অমিত শাহ বলেন, অসমের লাচিক বরফুকন পুলিশ একাডেমি আগামী ৫ বছরের মধ্যে দেশের শীর্ষস্থানে পৌঁছে যাবে। তিনি আশা প্রকাশ করেছেন, 'আগামী পাঁচ বছরে, পুলিশ একাডেমি সমগ্র দেশের সেরা পুলিশ একাডেমিতে পরিণত হবে। আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই লাচিত বরফুকনের নামে এটির নামকরণ করার জন্য। সাহসী যোদ্ধা লাচিত বরফুকন আসামকে মুঘলদের বিরুদ্ধে বিজয়ী হতে সাহায্য করেছিলেন... লাচিত বরফুকন কেবল আসাম রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আজ লাচিত বরফুকনের জীবনী ২৩টি ভাষায় পড়ানো হচ্ছে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে।'

অমিত শাহ আশা প্রকাশ করেছেন অসমের উন্নতি নিয়ে। তিনি বলেন, তিন বছরে অসময়ে দোষী সাব্যস্ত হওয়ার হার ৫ থেকে বেড়ে ২৫ শতাংশ হয়েছে। শীঘ্রই এই গড় জতীয় গড়কে ছাপিয়ে যাবে। তিনি বলেন, মোদী সরকার বিজয় সম্মেলন ৫ লক্ষ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগের পাশাপাশি অসমে ৩ লক্ষ কোটি টাকার অবকাঠামো প্রকল্প আনবে। অমিত শাহ অসমের ঘোলাঘাট জেলায় লাচিত বরফুকনের নামে সংস্কারকৃত পুলিশ একাডেমির প্রথম পর্যায়ের উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অমিত শাহ শুক্রবার সন্ধ্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় দুটি রাজ্য - আসাম এবং মিজোরাম - তিন দিনের সফরে দেরগাঁও পৌঁছেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী', মমতার সামনেই গর্জে উঠলেন UK-এর এসএফআইয়ের সদস্যরা
'এদের কী সাহস! বলছে হিন্দু বলে কেউ থাকবে না', মোথাবাড়ির ঘটনায় ক্ষোভ উগরে চরম হুঁশিয়ারি সুকান্তর
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘Mamata Banerjee আবার ব্রিটিশ রাজ বাংলায় আনতে চাইছেন’ মমতার গোপন পরিকল্পনা ফাঁস করলেন Rudranil Ghosh