আকসাই চিন ও পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, দাবি অমিত শাহের

  • সোমবারইি রাজ্যসভায় পেশ হয়ে গিয়েছে কাশ্মীর পুনর্গঠন বিল
  • আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
  • পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ দ্বিতীয় সংশোধন বিলও লোকসভায় পেশ করেন তিনি
  • সেখানেই আকসাই চিন ও পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ বলে দাবি করেন অমিত শাহ
Indrani Mukherjee | Published : Aug 6, 2019 9:02 AM IST

সোমবারইি রাজ্যসভায় পেশ হয়ে গিয়েছে কাশ্মীর পুনর্গঠন বিল। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ার একদিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বললেন, আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীর জম্মু ও কাশ্মীরেরই অংশ। 
 
সোমবার রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ দ্বিতীয় সংশোধন বিলও লোকসভায় পেশ করেন অমিশ শাহ। এরপরই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর প্রশ্নের সম্মুখিন হন অমিত শাহ।

এদিন লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে সওয়াল জবাবের মাঝে অমিত শাহ বলেন, 'আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই যে, জম্মু ও কাশ্মীর ভারতের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ, আর এই বিষয়ে কোনও সন্দেহ নেই এবং এ নিয়ে কোনও আইনি বিবাদও নেই।' সেই সঙ্গে তিনি আরও বলেন, 'যখন আমি জম্মু ও কাশ্মীরের কথা বলি তখন তাতে পাক অধিকৃত কাশ্মীরও অন্তর্ভুক্ত থাকে। ভারত এবং জম্মু কাশ্মীরের সংবিধানেও বলা রয়েছে যে রাজ্যটি ভারতের অবিচ্ছেদ্য অংশ'। শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি আকসাই চিনও ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবী করেন তিনি। 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও